চাইলে ২৮ দিনের ব্যবধানে নেওয়া যাবে কোভিশিল্ডের দু’টি ডোজ়, তবে রয়েছে কিছু শর্ত

কেউ চাইলে ২৮ দিনের ব্যবধানেও কোভিশিল্ডের দু'টি ডোজ় নিতে পারবেন। তবে গুরুগম্ভীর কিছু শর্ত রয়েছে সেক্ষেত্রে।

চাইলে ২৮ দিনের ব্যবধানে নেওয়া যাবে কোভিশিল্ডের দু'টি ডোজ়, তবে রয়েছে কিছু শর্ত
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 08, 2021 | 11:46 PM

নয়া দিল্লি: কোভিশিল্ডের দু’টি ডোজ় নেওয়ার ব্যবধান প্রথমে ছিল ২৮ দিন। ধাপে ধাপে বাড়িয়ে এখনও তা ৮৪ দিন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এরই মধ্যে মঙ্গলবার সেই নিয়মে কিছু সংশোধন এনে জানানো হল, কেউ চাইলে ২৮ দিনের ব্যবধানেও কোভিশিল্ডের দু’টি ডোজ় নিতে পারবেন। তবে গুরুগম্ভীর কিছু শর্ত রয়েছে সেক্ষেত্রে।

কমপক্ষে ২৪, সর্বাধিক ৮৪। কোভিশিল্ডের দু’টি ডোজ় নেওয়ার ক্ষেত্রে এই নতুন নিয়মে সায় দিয়েছে কেন্দ্র। তবে ৮৪ দিনের আগে এই টিকা নেওয়ার জন্য কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। কী সেই শর্ত! সংশোধিত নির্দেশিকায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যদি কোনও ব্যক্তিকে পড়াশোনা বা চাকরির কাজে যোগ দেওয়ার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে, তাঁরা ন্যূনতম ২৮ দিনের ব্যবধানে এই টিকা নিতে পারবেন।

আরও পড়ুন: কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক ভি, বেসরকারি হাসপাতালে কোন টিকার দাম হবে কত?

এ ছাড়াও মনে রাখতে হবে চলতি বছরেই জাপানের টোকিয়োতে অনুষ্ঠিত হতে চলছে অলিম্পিক গেমস। যারা বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে যাবেন, বা যারা এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত অন্য কোনও কাজে যাবেন, তাঁরাও চাইলে কমপক্ষে ২৮ দিনের ব্যবধানে এই টিকা নিতে পারবেন। শুধুমাত্র উপরিউক্ত তালিকায় যারা রয়েছেন, শর্তসাপেক্ষে তাঁরাই এই সুবিধা পাবেন। বাকি ক্ষেত্রে আপাতত বর্তমান নিয়মই বলবৎ থাকছে।

আরও পড়ুন: কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক ভি, বেসরকারি হাসপাতালে কোন টিকার দাম হবে কত?