Terror Link: প্রজাতন্ত্র দিবসে হামলা চালানোর ছক বানচাল, রাজধানী থেকে অস্ত্র সহ গ্রেফতার ২, মিলল খলিস্তানি যোগও

Delhi Police: জগজিৎ ওরফে জাগ্গার সঙ্গে কানাডার খলিস্তানি জঙ্গিদের যোগাযোগ রয়েছে। উত্তরাখণ্ডে একটি খুনের মামলায় অভিযুক্ত সে। কিন্তু প্য়ারোলে জেল থেকে বেরিয়েই পালিয়ে যায়।

Terror Link: প্রজাতন্ত্র দিবসে হামলা চালানোর ছক বানচাল, রাজধানী থেকে অস্ত্র সহ গ্রেফতার ২, মিলল খলিস্তানি যোগও
প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি পুলিশের নজরদারি। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2023 | 6:24 AM

নয়া দিল্লি: রাজধানীতে বড়সড় হামলার পরিকল্পনা ছিল প্রজাতন্ত্র দিবসে (Republic Day)। কিন্তু তা আগেভাগেই ভেস্তে দিল পুলিশ। বৃহস্পতিবার দিল্লি পুলিশের স্পেশাল সেল  (Delhi Police Special Cell) সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করে। সূত্রের খবর, ওই দুই ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। আগেও একাধিক অপরাধ করেছে তাঁরা। এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে বড়সড় নাশকতার ছক কষেছিল তাঁরা। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই পুলিশ তাঁদের ধরে ফেলে। অভিযুক্তদের কাছ থেকে একাধিক পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই ব্যক্তির নাম জগজিৎ সিং ওরফে জাগ্গা (২৯) ও নৌশাদ (৫৬)। জগজিৎ উত্তরাখণ্ডের উধম সিং নগরের বাসিন্দা, অন্যদিকে নৌশাদ দিল্লির জাহাঙ্গিরপুরীর বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের কাছ থেকে তিনটি পিস্তল ও ২২টি তাজ কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জগজিৎ ওরফে জাগ্গার সঙ্গে কানাডার খলিস্তানি জঙ্গিদের যোগাযোগ রয়েছে। উত্তরাখণ্ডে একটি খুনের মামলায় অভিযুক্ত সে। কিন্তু প্য়ারোলে জেল থেকে বেরিয়েই পালিয়ে যায়। মূলত দেশবিরোধী কার্যকলাপ ও জঙ্গি সংগঠনে নিয়োগের কাজ করত জগজিৎ। অন্যদিকে, নৌশাদ হারকত-উল-আনসার নামক একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছেষ দুটি খুনের মামলায় তঁকে যাবজ্জীবনের সাজা ও বিস্ফোরক আইন সংক্রান্ত একটি মমলায় ১০ বছরের সাজা দেওয়া হলেও, পুলিশের চোখে ধুলো দিয়ে এতদিন সে পালিয়ে বেরাচ্ছিল। কোন শর্তে সে জেল থেকে বাইরে এসেছিল, তাও এখনও জানা যায়নি।

জগজিৎকে জেরা করেই আরও কয়েকজনের নাম জানা গিয়েছে, যাদের এই নিষিদ্ধ সংগঠনের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রয়েছে। বৃহস্পতিবার এই জাগ্গা ও নৌশাদকে গ্রেফতার করার পরই জাহাঙ্গিরপুরীতে যান পুলিশ, সেখান থেকে বাকি বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে তুলে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। প্রজাতন্ত্র দিবসে কী হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁদের, তা জানার চেষ্টা করা হচ্ছে।