COVID-19: এ বার আবাসিক স্কুলে করোনার থাবা, পরীক্ষা করাতেই রিপোর্ট পজেটিভ এল ৩২ পড়ুয়ার!
COVID-19 in Resident School: গত সপ্তাহেই এক এক করে পড়ুয়া অসুস্থ হয়ে পড়তেই সতর্ক হয় স্কুল কর্তৃপক্ষ। এরপর কয়েকজনের মধ্যে করোনার উপসর্গ দেখা দিতেই স্কুলের ২৭০ জন পড়ুয়ারই করোনা পরীক্ষা করানো হয়। এরমধ্যে ২৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
কোদাগু: স্কুল খুলতেই ফের করোনার (COVID-19) থাবা। একসঙ্গে ৩২ জন পড়ুয়া আক্রান্ত হলেন করোনায়। এরা সকলেই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া। বর্তমানে তাদের সকলকেই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কর্ণাটক(Karnataka)-র কোদাগু জেলার মেদিকেরিতে জওহর নবোদয় বিদ্যালয় নামক একটি আবাসিক স্কুলে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। নবম থেকে দ্বাদশ শ্রেণির ১০ জন ছাত্রী ও ২২ জন ছাত্র মিলিয়ে মোট ৩২ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই উপসর্গবিহীন (Asymptomatic) বলে জানা গিয়েছে। মাত্র ১০ জনের উপসর্গ দেখা দিয়েছে। স্কুলের এক কর্মচারীও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে, তাঁরও করোনার উপসর্গ দেখা দিয়েছে। সকলকেই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গত সপ্তাহেই এক এক করে পড়ুয়া অসুস্থ হয়ে পড়তেই সতর্ক হয় স্কুল কর্তৃপক্ষ। এরপর কয়েকজনের মধ্যে করোনার উপসর্গ দেখা দিতেই স্কুলের ২৭০ জন পড়ুয়ারই করোনা পরীক্ষা করানো হয়। এরমধ্যে ২৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
ওই আবাসিক স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, করোনা আক্রান্ত হলেও কোনও পড়ুয়ারই শারীরিক অবস্থা গুরুতর নয়। সকলেরই চিকিৎসা চলছে এবং তারা ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছে। তিনি জানান, পড়ুয়াদের করোনা রিপোর্ট পজেটিভ আসতেই গোটা স্কুল চত্বর স্যানিটাইজ় করা হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধিও অনুসরণ করা হচ্ছে। সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে স্কুলের কাজে কিছুটা প্রভাব পড়লেও, সিক্ষকরা নিয়মিত পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের লেখাপড়ায় সাহায্য করছেন।
এ দিন সকালেই জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও অন্যান্য সরকারি আধিকারিকরা স্কুল পরিদর্শনে আসেন। তারা গোটা স্কুল চত্বর ঘুরে দেখে জানান যে, পড়ুয়াদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে স্কুল কর্তৃপক্ষের তরফে যথাযত পদক্ষেপই গ্রহণ করা হয়েছে।
বুধবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই বিষয় নিয়েই আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দেশের করোনা সংক্রমণ ও টিকাকরণ নিয়ে তিনি সমস্ত রাজ্য়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। উরসবের মরশুমে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি যাতে অনুসরণ করা হয়, তা নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। যে রাজ্যগুলিতে সংক্রমণ ক্রমশ বাড়ছে, তাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শও দেন তিনি। টিকাকরণ প্রসঙ্গে তিনি জানান, যারা করোনা টিকার প্রথম ডোজ় পেয়ে গিয়েছেন, তাদের যাতে দ্রুত টিকার দ্বিতীয় ডোজ় দেওয়ার ব্যবস্থা করা হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যেন নেওয়া হয়।