Fire: ৯ মাসের বাচ্চাটাকেও বাঁচানো গেল না, বিল্ডিংয়ের নীচে আগুন লাগায় দমবন্ধ হয়ে মৃত্যু ৪ জনের
Delhi Fire: শুক্রবার বিকেলে একটি বহুতলের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। বিল্ডিংয়ে একটিই সিড়ি থাকায়, উপরের তলের বাসিন্দারা নামতে পারেননি। দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়। জানা গিয়েছে, বিকেল ৫টা ২২ মিনিট নাগাদ আগুন লাগে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নয়া দিল্লি: দুপুরের ভাতঘুমের রেশ তখনও কাটেনি, নাকে এসেছিল পোড়া গন্ধ। ঘরে কোনও কিছু পুড়ছে কি না, খোঁজাখুঁজি করেও মেলেনি। দরজা খুলতেই গলগল করে ধোঁয়া ঢুকতে শুরু করল ঘরে। বুঝতে পারলেন নীচে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে ডাকাডাকি করে, দৌড়ে নীচে নামার চেষ্টা করলেন। কিন্তু নামবেন কী করে? নীচে দাউদাউ করে জ্বলছে আগুন। বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হল চার মাসের এক শিশু সহ চারজনের। গুরুতর জখম আরও দুইজন।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি ঘটেছে দিল্লির শাহদরায়। শুক্রবার বিকেলে একটি বহুতলের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। বিল্ডিংয়ে একটিই সিড়ি থাকায়, উপরের তলের বাসিন্দারা নামতে পারেননি। দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়। জানা গিয়েছে, বিকেল ৫টা ২২ মিনিট নাগাদ আগুন লাগে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দিল্লির ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, বিকেলে অগ্নিকাণ্ডের খবর পান তাঁরা। ওই বহুতলের নীচের ফ্লোরটি গোডাউন হিসাবে ব্যবহার করা হত। সেখানে ওয়াইপারের মতো দাহ্য বস্তু, রাবার কাটিং মেশিন রাখা থাকত। সেখান থেকেই আগুন লাগে। সন্ধে ৬টা ৫৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন তারা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তিনজন বাসিন্দাকে উদ্ধার করা হয়। এরপরে দমকল আসে। আগুন নিয়ন্ত্রণে আনার পর আরও তিনজনকে উদ্ধার করা হয়। জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। নয় মাসের এক শিশু কন্যা সহ চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে একটি শিশুকন্যা ও দুইজন মহিলা রয়েছে।





