Ayodhya Ram Mandir: অযোধ্যায় প্রবল ভিড়, সামাল দিতে এবার ৩৫০০ কোটির প্রজেক্ট
Ayodhya Ram Mandir: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফ থেকে বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। ৬৮ কিলোমিটার বাইপাস তৈরি হবে অযোধ্যাকে সামমে রেখে। ৪ থেকে ৬ লেনের সেই হাইওয়ে যাবে লখনউ, বাস্তি, গোন্ডা জেলার ওপর দিয়ে।

অযোধ্যা: রাম মন্দির উদ্বোধনের পর থেকেই ভক্তদের ভিড় সামাল দিতে নাজেহাল পুলিশ। মধ্যরাত থেকেই লাইন পড়ছে মন্দিরের সামনে। সেই সঙ্গে বাড়ছে গাড়ির ভিড়। পর্যটক ও পূণ্যার্থীর সংখ্যা আগামিদিনে আরও বাড়বে বলেই অনুমান প্রশাসনের। তাই আর কোনও ঝুঁকি নিচ্ছে না সরকার। ভিড় কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। ৩ হাজার ৭৫০ কোটির প্রকল্প ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। গত ২২ জানুয়ারি মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দির।
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফ থেকে বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। ৬৮ কিলোমিটার বাইপাস তৈরি হবে অযোধ্যাকে সামমে রেখে। ৪ থেকে ৬ লেনের সেই হাইওয়ে যাবে লখনউ, বাস্তি, গোন্ডা জেলার ওপর দিয়ে।
দু’ভাগে ভাগ করে হবে প্রকল্পের কাজ- উত্তর অযোধ্যা ও দক্ষিণ অযোধ্যা। রাম মন্দির উদ্বোধনের পর যেভাবে ট্রাফিকে চাপ বাড়ছে, তাতে অনুমান করা হচ্ছে আগামিদিনে আরও বাড়বে গাড়ির সংখ্যা। বর্তমানে প্রতিদিন ৮৯ হাজার ২৩ টি গাড়ি গড়ে যাতায়াত করছে অযোধ্যায়। ২০৩৩-এর মধ্যে এই সংখ্য়াটা ২ লক্ষ ১৭ হাজার হবে বলে মনে করা হচ্ছে। পিপিপি মডেলে তৈরি হবে এই রাস্তা।
সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছ থেকে এই প্রকল্পের অনুমোদন মিলেছে ইতিমধ্যেই। যেহেতু প্রকল্পে ১০০০ কোটি টাকার বেশি খরচ হবে, সেই কারণেই এই অনুমোদন নেওয়ার প্রয়োজন ছিল। আড়াই বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।





