Sopian Encounter : সোপিয়ানে এনকাউন্টারে মৃত ৪ সন্ত্রাসবাদী
Sopian Encounter : নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত চার জঙ্গি। তারা লস্কর-ই-তৈবা (LeT) সন্ত্রাসবাদী গোষ্ঠীর বলে জানা গিয়েছে।
শ্রীনগর : নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত চার জঙ্গি। তারা লস্কর-ই-তৈবা (LeT) সন্ত্রাসবাদী গোষ্ঠীর বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় এই নিরাপত্তা বাহিনী এবং লস্কর-ই-তৈবা এর সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারে যাওয়ার পথে প্রাণ হারান দুই সেনা কর্মীও। এক সেনা আধিকারিক জানিয়েছেন যে, এনকাউন্টারের স্থলে যাওয়ার পথে একটি পথ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাই প্রাণ কেড়ে নেয় দুই সেনা কর্মীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে খবর আসে যে সোপিয়ানের জ়াইনাপোরার বাদিগামে কয়েকজন সন্ত্রাসবাদীর উপস্থিতি টের পাওয়া গিয়েছে। তারপর সেই এলাকায় কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করা হয়। এই অপারেশনের সময় সন্ত্রাসবাদীদের লক্ষ্য করে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। তারপর সন্ত্রাসবাদীরাও উল্টোদিক থেকে গুলি চালানো শুরু করে। দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এক আধিকারিক জানিয়েছেন, এই একাউন্টারে ৪ জন সন্ত্রাসবাদী মারা গিয়েছে। কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনেরাল বিজয় কুমার জানিয়েছেন যে ওই চার জন লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদী ছিল।
এদিকে দুই জন সেনা মারা গিয়েছেন। সেনা আধিকারিক জানিয়েছেন, এনকাউন্টারের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মারা গিয়েছেন দুই সেনা। আহত হয়েছেন আরও দুই। সেনা আধিকারিক টুইটে লিখেছেন, “আজকের এনকাউন্টারে সোপিয়ান এবং পুলওয়ামা সংলগ্ন এলাকায় সক্রিয় এলইটি-র সন্ত্রাসবাদীদের নিধন করা হয়েছে। তারা বাইরের শ্রমিকদের উপর হামলা সহ ৬ টি সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত ছিল। তাদের সহযোগীদেরও খোঁজ চলছে এবং শীঘ্রই তাদেরও নিধন করা হবে।”
আরও পড়ুন : Asaduddin Owaisi : ‘সেদিন কি ঘুমোচ্ছিলেন!’ রাম নবমীর হিংসা নিয়ে গুজরাট পুলিশকে তোপ ওয়েইসির
আরও পড়ুন : Hardik Patel : ‘জোর করে নাসবন্দি…,’ কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বিজেপির প্রশংসা হার্দিক প্যাটেলের
আরও পড়ুন : Bhagwant Mann : ‘রিমোট কন্ট্রোল’ সরকার নয়, প্রশিক্ষণের জন্য কেজরীবাল সাক্ষাত! বিরোধীদের জবাব মানের