ভ্যাকসিনের দুটি ডোজ় নিয়েও করোনা আক্রান্ত ৪০ হাজার, ভাবাচ্ছে ভারতকে

Breakthrough Infection: কেরলের পরিস্থিতি ভালো নয়। এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে নয়া তথ্য।

ভ্যাকসিনের দুটি ডোজ় নিয়েও করোনা আক্রান্ত ৪০ হাজার, ভাবাচ্ছে ভারতকে
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 6:38 PM

তিরুঅনন্তপুরম: দেশে করোনার দ্বিতীয় তরঙ্গ আছড়ে পড়ার আগেই টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও সেকেন্ড ওয়েভে ধরা পড়েছে ভয়াল ছবি। ভ্যাকসিন নেওয়ার পরও করোনা হয়েছে এমন ঘটনাও কম ঘটেনি। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে ভ্যাকসিন নেওয়ার পর করোনা হলেও তার তীব্রতা অতটা বেশি থাকবে না, তবে কেরলের যে ছবি সামনে এসেছে তা সত্যিই উদ্বেগজনক। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শুধুমাত্র কেরলে ৪০ হাজার মানুষ ব্রেক-থ্রু সংক্রমণের শিকার হয়েছেন অর্থাৎ ভ্যাকসিনের দুটি ডোজ় নেওয়ার পরও তাদের করোনা হয়েছে।

এই রিপোর্ট সামনে আসার পর কেরলের স্বাস্থ্য দফতরকে জেনোম সিকোয়েন্সিং-এর সমস্ত রিপোর্ট কেন্দ্রকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট দেখেই চিকিৎসকরা সিদ্ধান্তে আসবেন ঠিক কি কারণে ভ্যাকসিন নেওয়ার পরও করোনা সংক্রমণ এত বেশি হয়েছে। ডেল্টা ভারিয়েন্টের জন্যই এই সংক্রমণ কি না তা খতিয়ে দেখা হবে।

বেশির ভাগ ক্ষেত্রেই এই সংক্রমনের ঘটনা ঘটেছে পাথানমথিত্তা জেলায়। এই জেলায় ভ্যাকসিনের প্রথম ডোজ় নেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৯৭৪ জন ও করোনার ভ্যাকসিনের দুটি ডোজ় নেওয়ার পর আক্রান্ত হয়েছেন ৫০৪২ জন। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন নেওয়ার পর করোনা সংক্রমণ হওয়া বিরল ঘটনা হলেও অসম্ভব নয়। তবে ভ্যাকসিন থেকে তৈরি হওয়া প্রতিরোধ ক্ষমতা কোন ভ্যারিয়েন্টের জন্য নষ্ট হয়ে যাচ্ছে তা জানতে আগ্রহী চিকিৎসকরা।

সম্প্রতি কেরলে করোনা সংক্রমনের পরিসংখ্যানও ঊর্ধ্বমুখী। গত কয়েক সপ্তাহ ধরে প্রত্যেকদিন গড়ে আক্রান্ত হচ্ছেন ২০ হাজার জন। অনেকদিন পর গতকাল মঙ্গলবার সংক্রমণের সংখ্যা একটু কম ছিল। মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩,০৪৯ ও মৃতের সংখ্যা ছিল ১০৫। বুধবার অবশ্য সংক্রমণ আবার বেড়ে গিয়েছে। কত গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২১,১১৯ জন, মৃত্যু হয়েছে ১৫২ জনের। আরও পড়ুন: কোভিশিল্ড-কোভ্যাক্সিনের মিশ্রণে সবুজ সংকেত ডিসিজিআইয়ের, কবে মিলবে ককটেল ভ্যাকসিন?