UP Accident: রাস্তাজুড়ে রক্তের দাগ, ট্রাকের চাকায় এখনও লেগে চামড়ার টুকরো! শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভয়ানক পরিণতি ৫ ভক্তের

UP Accident: হাথরসের সাদাবাদ পুলিশ স্টেশনের অধীনে থাকা একটি রাস্তায় সাতজন পুণ্যার্থীকে একট ট্রাক চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্য়ে একজনের অবস্থা সঙ্কটজনক।

UP Accident: রাস্তাজুড়ে রক্তের দাগ, ট্রাকের চাকায় এখনও লেগে চামড়ার টুকরো! শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভয়ানক পরিণতি ৫ ভক্তের
স্বজনহারাদের কান্না।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 8:07 AM

লখনউ: কাঁধে বাঁক নিয়েই পুণ্যলাভের আশায় এগিয়ে যাচ্ছিলেন ভক্তরা। উদ্দেশ্য ছিল গঙ্গা থেকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালবেন। রাতের অন্ধকারেও তাই যাত্রা থামাননি। কিন্তু মধ্য রাতেই ঘটল ভয়ানক দুর্ঘটনা। পিছল থেকে এসে একটি ট্রাক পিষে দিয়ে চলে গেল পুণ্যার্থীদের। দুর্ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, গুরুতর আহত একজন। শুক্রবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের হাথরস জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুণ্যার্থীরা মধ্য প্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা ছিলেন। শ্রাবণ মাস উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে এসেছিলেন তাঁরা। কাঁধে বাঁক নিয়ে পায়ে হেঁটেই হরিদ্বার অবধি যাচ্ছিলেন তাঁরা। হাতে কম সময় থাকায় এবং পায়ে হেঁটেই গোটা পথ অতিক্রম করার পরিকল্পনা থাকায়, রাতেও পথ ধরে হাঁটছিলেন তাঁরা। আচমকাই একটি ট্রাক দ্রুতগতিতে এসে তাঁদের পিষে দেয়।

আগ্রা জ়োনের এডিজি রাজীব কৃষ্ণা জানান, হাথরসের সাদাবাদ পুলিশ স্টেশনের অধীনে থাকা একটি রাস্তায় সাতজন পুণ্যার্থীকে একট ট্রাক চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্য়ে একজনের অবস্থা সঙ্কটজনক। ওনারা মধ্য প্রদেশের গোয়ালিয়র থেকে হরিদ্বার যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। ওই ট্রাকের চালক বর্তমানে পলাতক হলেও,তাঁর সম্পর্কে তথ্য জানা গিয়েছে। শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে।

ওই কানওয়ার যাত্রীদের সঙ্গেই থাকা বাকিরা জানিয়েছেন, রাস্তার ধার দিয়েই তাঁরা সকলে মিলে যাচ্ছিলেন। আচমকাই দ্রুতগতিতে পিছন দিক থেকে ধেয়ে আসে একটি ট্রাক। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক পুণ্যার্থীকে চাপা দেয় ট্রাকটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই ট্রাকচালক।

উল্লেখ্য, প্রত্যেক বছরই শ্রাবণ মাসে কানওয়ার যাত্রা হয়। দেশের নানা প্রান্ত থেকে মানুষ, বিশেষ করে উত্তর প্রদেশের বাসিন্দারা কাঁধে বাঁক নিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বারে যান গঙ্গা থেকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালতে।