Earthquake: ৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল গুলমার্গ, আফটারশকে আতঙ্কিত বাসিন্দারা

Jammu Kashmir: জুন মাস থেকে এখনও অবধি কমপক্ষে ১২টি ভূমিকম্প হয়েছে জম্মু-কাশ্মীরে। এর আগে গত ১০ জুলাই জম্মু-কাশ্মীরের ডোডায় ভূমিকম্প হয়েছিল।

Earthquake: ৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল গুলমার্গ, আফটারশকে আতঙ্কিত বাসিন্দারা
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 11:41 AM

জম্মু: সাতসকালে ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উপত্যকা। শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) গুলমার্গ । ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজি(National Centre for Seismology)-র তরফে জানানো হয়েছে, এ দিন সকাল ৮ টা ৩৬ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। এরপরে একাধিকবার আফটারশক (After shock)অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শনিবার সকাল সাড়ে ৮ টা নাগাদ জম্মু-কাশ্মীরের গুলমার্গ থেকে ১৮৪ দূরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। ভূ-পৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের জেরে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, জুন মাস থেকে এখনও অবধি কমপক্ষে ১২টি ভূমিকম্প হয়েছে জম্মু-কাশ্মীরে। এর আগে গত ১০ জুলাই জম্মু-কাশ্মীরের ডোডায় ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯।  তার আগে ১৩ জুনও ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ডোডা। ওই ভূমিকম্পের জেরে একাধিক বাড়িঘরে ফাটল ধরেছিল।