Sudan crisis: ‘গ্রেনেড ছুড়েছিল…’, পুঞ্চে জঙ্গি হামলাতেই শহিদ ৫ জওয়ান

শ্রীনগর: বৃহস্পতিবার (২০ এপ্রিল), দুপুরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনার একটি ট্রাকে আগুন লেগে, জীবন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয়েছে ৫ জওয়ানের। জঙ্গি হামলাতেই ট্রাকটিতে আগুন ধরে গিয়েছিল বলে জানালো সেনা কর্তৃপক্ষ। প্রতিরক্ষা বিভাগের কর্তারা জানিয়েছেন, সেনার ট্রাকটি ভিম্বর গলি থেকে সানগিয়তে আসছিল। সেই সময় অজ্ঞাত পরিচয় জঙ্গিরা ট্রাকটিকে লক্ষ্য করে গুলি চালায়। গ্রেনেডও […]

Sudan crisis: 'গ্রেনেড ছুড়েছিল...', পুঞ্চে জঙ্গি হামলাতেই শহিদ ৫ জওয়ান
জঙ্গি হামলাতেই শহিদ ৫ জওয়ান
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 8:47 PM

শ্রীনগর: বৃহস্পতিবার (২০ এপ্রিল), দুপুরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনার একটি ট্রাকে আগুন লেগে, জীবন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয়েছে ৫ জওয়ানের। জঙ্গি হামলাতেই ট্রাকটিতে আগুন ধরে গিয়েছিল বলে জানালো সেনা কর্তৃপক্ষ। প্রতিরক্ষা বিভাগের কর্তারা জানিয়েছেন, সেনার ট্রাকটি ভিম্বর গলি থেকে সানগিয়তে আসছিল। সেই সময় অজ্ঞাত পরিচয় জঙ্গিরা ট্রাকটিকে লক্ষ্য করে গুলি চালায়। গ্রেনেডও ছোড়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। সেনার নর্দার্ন কমান্ডের সদর দফতর থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, “আজ আনুমানিক দুপুর ৩টে নাগাদ ভিম্বর গলি থেকে রাজৌরির পুঞ্চের দিকে আসার সময় সেনার একটি গাড়িকে লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় জঙ্গিরা গুলি ছোড়ে। ওই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল বলে দৃশ্যমানতা কম ছিল। তারই সুযোগ নিয়েছে তারা। সম্ভবত জঙ্গিদের ছোড়া গ্রেনেড বিস্ফোরণেই গাড়িটিতে আগুন ধরে যায়।”

এই ঘটনায় মোট ৫ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তাঁরা সকলেই রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য বলে জানা গিয়েছে। ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য তাঁদের মোতায়েন করা হয়েছিল। এই ঘটনায় আরও এক সেনা সদস্য আহত হয়েছেন। তাঁকে অবিলম্বে রাজৌরির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সেনা কর্তারা জানিয়েছেন, এই ঘটনায় যুক্ত জঙ্গিদের ধরতে ওই এলাকায় অভিযান চলছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এক পুলিশ সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলির খোল উদ্ধার করা হয়েছে। এদিকে, এই ঘটনার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে বিশদে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। প্রতিরক্ষা মন্ত্রী টুইট করে জানিয়েছেন, পাঁচ ভারতীয় সেনা সদস্যের মৃত্যুতে তিনি ‘ব্যথিত’।

ঘটনাস্থলের বেশ কিছু ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেইসব ভিডিয়োয় দেখা গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে ট্রাকটি। পাশে পড়ে আছে সেনা কর্মীদের অর্ধদগ্ধ দেহ। স্থানীয় মানুষ এবং সেনা কর্তাদের দেখা যায় আগুন নেভানোর চেষ্টা করতে।

গত বছর ডিসেম্বর মাসে, রাজস্থানের উদয়পুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাকে প্রযুক্তিগত ত্রুটির কারণে আগুন লেগেছিল। ট্রাকটি উদয়পুরের সামরিক ঘাঁটিতে যাচ্ছিল। ওই ঘটনায় কারোর প্রাণহানি হয়নি। তার আগে ২০২১ সালে রাজস্থানের গঙ্গানগর জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে গিয়ে আগুন ধরে গিয়েছিল। ওই ঘটনায় তিনজন সৈন্য নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছিলেন।