Kashmir Encounter: উত্তপ্ত উপত্যকা, সন্ত্রাস দমন অভিযানে শহিদ সেনা অফিসার সহ পাঁচ জওয়ান

Anti-Terrorism Operation: গুলির লড়াই শুরু হয়েছে ভোর থেকেই। সকালেই ২ জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী।

Kashmir Encounter: উত্তপ্ত উপত্যকা, সন্ত্রাস দমন অভিযানে শহিদ সেনা অফিসার সহ পাঁচ জওয়ান
সিআরপিএফ-জঙ্গির গুলির লড়াইয়ের মাঝে এসে প্রাণ খোয়ালেন সাধারণ নাগরিক। ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Oct 11, 2021 | 1:50 PM

শ্রীনগর: গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উপত্যকার পরিস্থিতি। সোমবার সকাল থেকেই চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই (Encounter)। কাশ্মীরে সেই সন্ত্রাস দমন অভিযানে মৃত্যু হল এক সেনা অফিসার সহ পাঁচ জওয়ানের। কাশ্মীরে পীর পঞ্জল রেঞ্জের কাছে এ দিন সকাল থেকেই চলছিল এনকাউন্টার। পুঞ্চ সেক্টরে গুলির লড়াই চলাকালীন শহিদ হন পাঁচ জওয়ান। তাঁদের মধ্যে ছিলেন একজন জুনিয়র কমিশনড অফিসার (JCO)।

গোয়েন্দা সূত্রে জঙ্গিদের (Terrorists) উপস্থিতির খবর পেয়ে এই অঞ্চলে অভিযান চালায় সেনাবাহিনী (Indian Army)। সেনা সূত্রে খবর, জঙ্গিদের উপস্থিতির কথা জেনেই এলাকা ঘিরে ফলে নিরাপত্তা বাহিনী। সেখানে বেশ কয়েকজন জঙ্গি ছিল বলেই জানা গিয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, অভিযান চলাকালীন আচমকাই এলাকায় আটকে থাকা জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে প্রবল গুলিবর্ষণ শুরু করে। আর তাতেই গুলিবিদ্ধ হন জেসিও ও আরও চার জওয়ান। পরে পাঁচজনের মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর অনুমান, সুরানকোট (Surankot) মহকুমায় মোঘল রোডের কাছে যে জঙ্গল রয়েছে সেখান থেকেই জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল।

সেনাবাহিনীর কাছে খবর আছে, সীমান্ত ঘেঁষে চারমারের জঙ্গলে প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে ওঁৎ পেতে আছে জঙ্গিরা। তারা যাতে কোনওভাবেই পালাতে না পারে তাই সব পথ আটকে দিতে এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ। সেনা ও পুলিশের সঙ্গে চলছে জঙ্গিদের গুলির লড়াই।

সোমবার সকালেই জম্মু-কাশ্মীর(Jammu Kashmir)-র বান্দিপোরায় (Bandipora) জঙ্গিদের সঙ্গে গুলির লড়়াই শুরু হল নিরাপত্তা বাহিনীর। শেষ খবর পাওয়া অবধি এখনও অবধি এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনও তল্লাশি অভিযান চলছে। একইসঙ্গে অনন্তনাগ(Anantnag)-এও গুলির লড়াই শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত জঙ্গির নাম ইমতিয়াজ় আহমাদ দার। লস্কর-ই-তৈবার শাখা সংগঠন প্রতিরোধ বাহিনীর সদস্য ছিল ইমতিয়াজ়, এমনটাই জানা গিয়েছে। বিগত সপ্তাহেই বান্দিপোরায় যে সাধারণ নাগরিককে হত্যার ঘটনা ঘটে, তার সঙ্গেও জড়িত ছিল এই জঙ্গি, এমনটাই দাবি পুলিশের।

এ দিন সকালেই অনন্তনাগ জেলাতেও এনকাউন্টার শুরু হয়। ভোরেই নিরাপত্তা বাহিনী অনন্তনাগের খাগুন্দ ভেরিনাগ অঞ্চলে পৌঁছতেই, তাদের উপর গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা। এরপরই শুরু হয় এনকাউন্টার অভিযান। সেখানেও জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন এক পুলিশকর্মী। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিগত এক সপ্তাহ ধরেই কার্যত আতঙ্কে রয়েছে উপত্যকাবাসী। ৫ দিনেই হত্যা করা হয়েছে ৭ জন সাধারণ নাগরিককে। এদের মধ্যে অধিকাংশই আবার হিন্দু বা শিখ। এক কাশ্মীরী পণ্ডিতকে দোকানে ঢুকে গুলি করে খুনের ঘটনার পরই উপত্যকা ছাড়তে শুরু করেছে একাধিক কাশ্মীরী পণ্ডিত পরিবার। এ দিকে, চলতি মাসেই উপত্যকায় সফরে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর সফরের আগেই এই ধরনের একের পর এক জঙ্গিহানায় উদ্বেগে কেন্দ্রও।

আরও পড়ুন:  Coal Shortage: বন্ধ হয়ে গেল ১৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ কম খরচ করার বার্তা গ্রাহকদের

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে