Pune: অপহরণ করে হোটেলে ধর্ষণ নাবালিকাকে, পরে নগ্ন ছবি শেয়ার করার হুমকি, গ্রেফতার ৬
Pune: ছুরি দেখিয়ে গণধর্ষণ নাবালিকাকে। তারপর নগ্ন ছবি শেয়ার করার হমকি দেয় অভিযুক্তরা।
পুনে: ১৫ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ছয়জনের বিরুদ্ধে। মহারাষ্ট্রের (Maharashtra) পুনে (Pune) থেকে মঙ্গলবার অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানাল পুলিশ। ধর্ষিতার মায়ের অভিযোগেই তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এক ব্যক্তি এবং ওই নাবালিকার মধ্য়ে আগে থেকেই পরিচয় ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রীতিমতো হুমকি দিয়ে নাবালিকাকে অপহরণ করা হয়। ছুড়ি দেখিয়ে খুন করার ভয় দেখিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একটি হোটেলে নিয়ে যায় অভিযুক্তরা। এই বছর জুন ও ডিসেম্বরের মধ্যে কোনও এক সময়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তবে এখানেই গোটা ঘটনার সমাপ্তি লেখা হয়নি। এরপর এই ঘটনার বিষয়ে কাউকে জানানোর চেষ্টা করেছিল নাবালিকা। তবে তার কিছু নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার হুমকি দিয়েছিল অভিযুক্তরা। এই হুমকি দিয়েই ধর্ষিতার মুখ বন্ধ রেখেছিল তারা।
পরে নিজের মাকে গোটা ঘটনার কথা জানায় নাবালিকা। মা পুলিশে সমস্ত জানাতেই তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত ছয়জনকে গত মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। পকসো আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই ঘটনার এখনও তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।