Crime News: বিয়ের ৬ বছর পরও হয়নি সন্তান, স্ত্রী-র গোপনাঙ্গে ব্লেডের কোপ স্বামীর
Crime News: বিয়ের পর সন্তান হয়নি। তাই স্ত্রী-র গোপনাঙ্গে ব্লেড দিয়ে কোপ দিল স্বামী।
লখনউ: বিয়ের অনেক বছর কেটে গিয়েছে। তবে কোনও সন্তান হয়নি দম্পতির। আর সন্তান না হওয়ার সব দোষই নিজের স্ত্রীর উপর চাপাল স্বামী। সন্তান না হওয়ার জন্য স্ত্রীকে দায়ী করে ধারাল ব্লেড দিয়ে তাঁর গোপনাঙ্গ চিড়ে দিয়েছে। বর্তমানে হাসাপাতালে চিকিৎসাধীন স্ত্রী। উত্তর প্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের (Lucknow) ঘটনা।
ছয় বছর আগে বিয়ে হয়েছিল রবীন্দ্র ও তাঁর স্ত্রী-র। তবে বিয়ের এত বছর পরেও তাঁদের কোনও সন্তান না হওয়ায় দু’জনের মধ্যে ঝামেলা লেগেই থাকত। এই নিয়ে কয়েকবার হাতাহাতিও লেগে যেত। আর সন্তান না হওয়ার জন্য সবসময় স্ত্রীকেই দায়ী করতেন রবীন্দ্র। এই নিয়ে গত কয়েক মাস ধরেই লাগাতার স্বামীর সঙ্গে ঝামেলা চলছিল। তাই রবীন্দ্রের স্ত্রী কয়েক মাস আগেই মায়ের কাছে চলে যান। গত আট মাস ধরে সেখানেই থাকছিলেন তিনি।
তবে ২৫ ডিসেম্বরের দিন নিজের স্ত্রীকে কোনওভাবে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনে সে। তারপর স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌন মিলনে লিপ্ত হয়। কিন্তু বাধা দেন তার স্ত্রী। আর রেগে ধারাল ব্লেড দিয়ে কোঁপ বসায় সে। স্ত্রীর গোপনাঙ্গ ছিন্ন ভিন্ন করে দেয় সে। সঙ্গে সঙ্গেই রক্তক্ষরণ শুরু হয়ে যায়। এই ঘটনার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। ভারতীয় দণ্ডবিধির অধীনে রবীন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় তদন্তও শুরু হয়েছে।