Car Accident: ঘন কুয়াশার মধ্যে চায়ের দোকানে ধাক্কা ডাম্পারের, মৃত ৬, গুরুতর আহত ৪

Car Accident: ঘন কুয়াশার কারণে ভয়াবহ দুর্ঘটনায় উত্তর প্রদেশে। এই পথ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন গুরুতর আহত।

Car Accident: ঘন কুয়াশার মধ্যে চায়ের দোকানে ধাক্কা ডাম্পারের, মৃত ৬, গুরুতর আহত ৪
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2023 | 6:54 PM

রায় বরেলি: ঘন কুয়াশার কারণে বুধবার ভয়াবহ দুর্ঘটনা উত্তর প্রদেশের (Uttar Pradesh) রায় বরেলিতে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। উত্তর প্রদেশের রায় বরেলি জেলার গুরুবক্সগঞ্জের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। দেখতে না পেয়ে একটি ডাম্পার বান্দা-বাহরেইচ হাইওয়েতে একটি চায়ের দোকানে বক্সে ধাক্কা মারে। আর এই দুর্ঘটনাতেই ৬ জনের মৃত্যু হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, সেই সময় ঘন কুয়াশা ছিল। দৃশ্যমানতা কম থাকার কারণে বান্দা-বহরেইচ হাইওয়েতে ডাম্পারটি একটি চায়ের দোকানে ধাক্কা মারে। সেই সময় চায়ের দোকানে বসেছিলেন ১০ জন। আর তাঁদের পিষে দেয় সেই ডাম্পার। ঘটনাস্থলেই তাঁদের মধ্যে ছয় জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আর চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। ওই ১০ জনের মধ্যে লাল্লাই, লাল্লু, রবীন্দ্র,বৃন্দাবন ও শিব মোহনের মৃত্যু হয়েছে বলে শনাক্ত করতে পেরেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, “অশোক বাজপাই, রাম প্রকাশ তিওয়ারি, দীপেন্দ্র লোধি ও শ্রাবণ লোধি গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায় এবং জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।” প্রসঙ্গত, গত কয়েকদিনে ঘন কুয়াশার কারণে একাধিক পথ দুর্ঘটনায় খবর মিলেছিল। এদিন কেন্দ্রীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছিল, ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে উত্তর প্রদেশের একাধিক জায়গায়। এদিন উত্তর প্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।