Chain Snatching: ‘সব খুলে দে’, গলায় ছুরি ঠেকিয়ে মধ্যবয়সি মহিলাদের উপর চড়াও দুষ্কৃতীরা
Thane: অতর্কিত এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই দিশেহারা হয়ে পড়ছেন ওই মহিলারা। প্রাণ বাঁচাতে দুষ্কতীদের দাবি মেনে নিজের গায়ে থাকা সব কিছু খুলে দিতে বাধ্য হচ্ছেন।
থানে: রাস্তা দিয়ে যাচ্ছেন মাঝ বয়সি মহিলা। রাস্তা একটু ফাঁকা। সুযোগ বুঝেই বাইকে করে আসা দুষ্কৃতীরা পথ আটকালো। কিছু বুঝে ওঠার আগেই গলায় ছুরি ধরল দুষ্কৃতীরা। তার পরই তাঁদের হুমকি, “যা আছে খুলে দে।” অতর্কিত এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই দিশেহারা হয়ে পড়ছেন ওই মহিলারা। প্রাণ বাঁচাতে দুষ্কতীদের দাবি মেনে নিজের গায়ে থাকা সব কিছু খুলে দিতে বাধ্য হচ্ছেন। এ ভাবেই মহিলাদের লুটে নিচ্ছেন দুষ্কৃতীরা। মঙ্গলবার মহারাষ্ট্রের থানে জেলায় কল্যাণ শহরে এ রকম ঘটনা ঘটেছে। এ রকম ভাবেই সোনার গয়না ছিনতাই ঘটনা ঘটেছে সেখানে। এবং এক ঘণ্টার ব্যবধানে তিনটি ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনা নিয়ে মহাত্মা ফুলে চৌক থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তিনটি ঘটনার ধরনেই মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই দলের কাজ হতে পারে বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার সকালে সাড়ে ১০টা নাগাদ ৬২ বছরের এক মহিলার মঙ্গলসূত্র ছিনতাই করে। কল্যাণের ভাসাহাট এলাকায় ঘটে এই ঘটনা। ওই মঙ্গলসূত্রের মূল্য প্রায় ৬৪ হাজার টাকা। ওই মহিলার সঙ্গে থাকা তাঁর বান্ধবীর গলার হারও কেড়ে নেয় দুষ্কৃতীরা। এর কিছুক্ষণ পরই ৪৫ বছরের এক মহিলার সঙ্গে একই রকম ঘটনা ঘটেছে। ওই মহিলা মন্দির থেকে পুজো দিয়ে ফিরছিলেন। সে সময় পিছন থেকে বাইকে করে এসে ওই মহিলার স্কার্ফ টেনে ধরেন বাইকআরোহী দুষ্কৃতীরা। তার পর গলায় ছুরি ঠেকিয়ে চুরি করেন মঙ্গলসূত্র। যার দাম প্রায় ৭০ হাজার টাকা। এর পর ওয়ালধুনি এলাকায় ৫ বছরের মহিলার গায়ে থাকা প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকার গয়না ছিনতাই করা হয় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।