Ukrainian surgeon: সেনার বুকে তাজা গ্রেনেড, ঘিরে দাঁড়িয়ে বম্ব স্কোয়াড, হাতে ছুরি তুললেন ডাক্তার…
Live grenade into soldier's chest: একটি গ্রেনেড এসে বিঁধেছিল এক ইউক্রেনীয় সেনা সদস্যের বুকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ক্ষেত্রে অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তবে, আশ্চর্যের বিষয় হল, যে কোনও কারণেই হোক গ্রেনেডটি ফাটেনি।
কিয়েভ: ‘ভিওজি গ্রেনেড’, অর্থাৎ, যা অ্যাসল্ট রাইফেলের নীচের ব্যারেল থেকে ছোড়া যায়। এরকমই একটি গ্রেনেড এসে বিঁধেছিল এক ইউক্রেনীয় সেনা সদস্যের বুকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ক্ষেত্রে অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তবে, আশ্চর্যের বিষয় হল, যে কোনও কারণেই হোক গ্রেনেডটি ফাটেনি। ওই অবস্থায় আটকে যায় ওই সৈনিকের বুকে। যে কোনও সময় বিস্ফোরণ ঘটতে পারত। জীবনের ঝুঁকি নিয়েই সফল অস্ত্রোপচারের মাধ্যমে, ওই সৈনিকের বুক থেকে তাজা গ্রেনেডটি বের করে এনেছেন শল্যচিকিৎসক আন্দ্রি ভার্বা। ওই ইউক্রেনীয় সেনা সদস্যের জীবন রক্ষার জন্য, এখন গোটা বিশ্বে প্রশংসা পাচ্ছেন এই শল্যচিকিৎসক।
একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই সৈনিক একেবারে মৃত্যুর মুখে ছিলেন। ঝুঁকি ছিল সামরিক ডাক্তার, মেজর জেনারেল আন্দ্রি ভার্বা এবং অস্ত্রোপচারে অংশ নেওয়া অন্যান্য চিকিৎসা কর্মীদেরও। যে কোনো মুহূর্তে ওই গ্রেনেডটিতে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা ছিল। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রোপচারের সময় সেনার বম্ব ডিসপোজ়াল স্কোয়াডের দুই সদস্য অস্ত্রোপচারের ঘরে উপস্থিত ছিলেন।
Ukrainian surgeon Major General Andrii Verba successfully removed a live grenade from inside a soldier’s chest. “The grenade could have detonated at any moment, but everything went well — the wounded man has already been sent for rehabilitation and recovery.” @StratCom_AFU pic.twitter.com/3mERQXOEsj
— ajit4g (@ajit4g1) January 10, 2023
এই অস্ত্রোপচারও খুব সহজ ছিল না। সাধারণত এই ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে রক্তপাত নিয়ন্ত্রণে ‘ইলেক্ট্রোকোয়গুলেশন’ নামে এক পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু, তাজা গ্রেনেড আটকে থাকায় সেই পদ্ধতির সহায়তা নিতে পারেননি ডাক্তার ভার্বা। ইলেক্ট্রোকোয়গুলেশন ছাড়া অস্ত্রোপচারের ক্ষেত্রে অতিরিক্ত রক্তপাতের কারণে ওই সেনা সদস্যের মৃত্যু হতে পারত। কিন্তু, শেষ পর্যন্ত কোনও অঘটন ঘটেনি।
ইউক্রেনীয় সামরিক বাহিনী একটি এক্স-রে ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে দেখা যাচ্ছে, সেনা সদস্যটির বুকে আটকে আছে গ্রেনেডটি। সেটির অবস্থান দেখেই বোঝা যায়, কতট বিপজ্জনক অবস্থায় ছিলেন তিনি। সফল অস্ত্রোপচারের পর, ওই সৈনিককে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। সামরিক বাহিনী আরও একটি ছবি প্রকাশ করেছে, যেখানে ডাক্তার আন্দ্রি ভার্বা দেখা গিয়েছে অস্ত্রোপচারের পর তাজা গ্রেনেডটি হাতে ধরে থাকতে। জানা গিয়েছে, ইউক্রেনের সবথেকে নামী সামরিক শল্যচিকিৎসকদের অন্যতম হলেন ডাক্তার আন্দ্রি ভার্বা। দীর্ঘ কর্মজীবনে তিনি অনেক স্বীকৃতিও পেয়েছেন। ইউক্রেন সরকারের পক্ষ থেকে তাঁকে ‘ইউক্রেনের সম্মানীয় চিকিৎসক’-সহ একাধিক সম্মান জানানো হয়েছে।