Jammu-Kashmir Congress: ভেঙে খান খান কাশ্মীর কংগ্রেস, আজ়াদের সমর্থনে দল ছাড়ার হিড়িক

Jammu-Kashmir Congress: গুলাম নবি আজ়াদ কংগ্রেস ছাড়ার পরই, শুক্রবার জম্মু ও কাশ্মীরের অন্তত ছয়জন বিশিষ্ট কংগ্রেস নেতাও দলীয় সকল পদ থেকে ইস্তফা দিলেন।

Jammu-Kashmir Congress: ভেঙে খান খান কাশ্মীর কংগ্রেস, আজ়াদের সমর্থনে দল ছাড়ার হিড়িক
আজ়াদের সমর্থনে দল একের পর এক দল ছাড়ছেন কাশ্মীরি কংগ্রেস নেতারা
Follow Us:
| Updated on: Aug 26, 2022 | 6:29 PM

শ্রীনগর: গুলাম নবি আজ়াদ কংগ্রেস ছাড়ার পরই ভেঙে খান খান হয়ে গেল জম্মু ও কাশ্মীরের কংগ্রেস শাখা। প্রবীণ নেতাদর পদাঙ্ক অনুসরণ করে শুক্রবার উপত্যকার অন্তত ছয়জন বিশিষ্ট কংগ্রেস নেতাও তাঁদের প্রাথমিক সদস্যপদ-সহ সকল পদ থেকে ইস্তফা দিলেন। তাঁদের মধ্যে আছেন জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের আরও এক বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী আরএস চিব। এছাড়া দলত্যাগীদের মধ্যে আছেন জিএম সারোরি, হাজি আব্দুল রশিদ, মহম্মদ আমিন ভাট, গুলজার আহমেদ ওয়ানি, এবং চৌধুরী মহম্মদ। তাঁরা প্রত্যেকেই জানিয়েছেন, “গুলাম নবি আজাদের সমর্থনেই” তাঁরা কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন। এদিন সকালেই দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে একটি পাঁচ পাতার পদত্যাগ পত্র লিখে দলের সকল পদ ছেড়ে দিয়েছিলেন উপত্যকার কংগ্রেসের মুখ, গুলাম নবি আজাদ।

গুলাম নবি আজাদের পাঁচ পাতার ইস্তফাপত্রের পর, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আরও দুটি ইস্তফাপত্র। একটি প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী আরএস চিবের, অন্য ইস্তফাপত্রটির নিচে স্বাক্ষর করেছেন বাকি পাঁচ নেতা। তাঁরা প্রত্যেকেই বিধায়ক ছিলেন। এই গণ পদত্যাগ সম্পর্কে জম্মু ও কাশ্মীরের বিশিষ্ট কংগ্রেস নেতা জিএম সারোরি বলেছেন, “আমরা পাঁচ বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী, গুলাম নবি আজাদের সমর্থনে কংগ্রেস পার্টি থেকে পদত্যাগ করছি। এখন, কংগ্রেসে শুধুমাত্র জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের সভাপতি একা পড়ে আছেন৷”

পদত্যাগপত্র দেওয়ার পর আরএস চিব টুইট করে লিখেছেন, “আমার রাজ্যের উন্নতির কথা মাথায় রেখে আমার মনে হয়েছে, গুলাম নবির মতো একজন নির্ণায়ক নেতার অনুপস্থিতিতে কংগ্রেস দল অবদান রাখতে ব্যর্থ হবে।” পরে সংবাদ সংস্থা এএনআই-কে চিব জানান, গুলাম নবি আজ়াদ যে সিদ্ধান্ত নেবেন, তিনি সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকবেন। তিনি বলেন, “আমরা জানতাম তিনি পদত্যাগ করবেন, গত দুই মাস ধরেই আলোচনা চলছিল। পার্টি হাইকমান্ড গুলাম নবি আজাদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছিল। পার্টি এবং এর প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেওয়া ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না। কংগ্রেস কেন্দ্রীয় এবং রাজ্য উভয় স্তরেই সিদ্ধান্তমূলক নেতৃত্ব হারিয়েছে। এই পরাজয়ের ফলে পার্টির গ্রাফ নেমে গিয়েছে। জিএন আজ়াদের সিদ্ধান্ত তাঁর একান্ত নিজের। তবে তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা তার সঙ্গে থাকব।”

সূত্রের খবর, দল ছাড়ার পর গুলাম নবি আজ়াদ একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আজ়াদ বলেছেন, তিনি প্রথমে জম্মু ও কাশ্মীরে যাবেন। সেখানে নিজের দল প্রতিষ্ঠা করবেন। পরে সেই দলের সর্বভারতীয় সম্ভাবনা যাচাই করবেন। ইস্তপাপত্রেও তিনি লিখেছেন, সবকর্মীদের নিয়ে তিনি কংগ্রেসের বাইরে কংগ্রেসের মূল্যবোধকেই বহন করে নিয়ে যাবেন। কাশ্মীরের দলত্যাগী কংগ্রেস নেতারাও আজ়াদের প্রতিষ্ঠিত নতুন দলেই যোগ দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।