Physical Assault: স্কুলবাসের ভিতরেই ৬ বছরের পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ স্কুলের ‘সিনিয়র দাদা’র বিরুদ্ধে
Delhi: সোসাইটির গেটে যখন নাবালিকাকে নামানো হয়, তার মা দেখতে পান প্রস্রাবে ব্যাগ ভেজা। পরে জিজ্ঞাসা করতেই নাবালিকা সবকিছু খুলে বলে।
নয়া দিল্লি: রাস্তাঘাটে মহিলারা সুরক্ষিত নন, এমন অভিযোগ দীর্ঘদিনের। লালসার হাত থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। এবার স্কুল বাসের ভিতরেই পাশবিক অত্যাচারের শিকার হল ৬ বছরের এক নাবালিকা। অভিযোগ, স্কুলেরই কয়েক ক্লাস উচুতে পাঠরত এক পড়ুয়া যৌন নিগ্রহ করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির রোহিণী এলাকায়। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।
দিল্লির মহিলা কমিশনের তরফে শনিবার পুলিশের কাছে নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয় যে বেসরকারি স্কুলবাসে এক ছয় বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে। এরপরই বিষয়টি সামনে আসে। জানা গিয়েছে, বুধবার দিল্লি পুলিশের কাছে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ আসে।
জানা গিয়েছে, নিগৃহীত নাবালিকার বাবা লিখিত অভিযোগে জানান যে স্কুল থেকে ফেরার সময়ে বাসের ভিতরেই এক কিশোর যৌন নিগ্রহ করে। সোসাইটির গেটে যখন নাবালিকাকে নামানো হয়, তার মা দেখতে পান প্রস্রাবে ব্যাগ ভেজা। পরে জিজ্ঞাসা করতেই নাবালিকা সবকিছু খুলে বলে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২২৮এ এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। অন্যদিকে, দিল্লি মহিলা কমিশনের তরফে পুলিশে নোটিস পাঠিয়ে ঘটনার তদন্ত ও অগ্রগতির কথা জানতে চাওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ, প্রিন্সিপাল সহ অন্যান্যদের বিরুদ্ধে শিশু সুরক্ষায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তাও জানতে চাওয়া হয়।