Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CAPF and Assam rifles: সেনায় যোগ দিতে চান? রয়েছে ১ লক্ষের বেশি শূন্যপদ

CAPF and Assam rifles: ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে নতুন এই শূন্যপদ তৈরি করা হয়েছে। রাজ্যসভায় নিত্যানন্দ রাই বলেন, ২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত সিএপিএফ ও অসম রাইফেলসে ১ লক্ষ ২০৪টি শূন্যপদ রয়েছে।

CAPF and Assam rifles: সেনায় যোগ দিতে চান? রয়েছে ১ লক্ষের বেশি শূন্যপদ
ফাইল ফোটো
Follow Us:
| Updated on: Dec 05, 2024 | 6:42 PM

নয়াদিল্লি: আরও শক্তি বাড়ানো হচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) ও অসম রাইফেলসের(এআর)। সিএপিএফ ও অসম রাইফেলসে শূন্যপদ তাই বাড়ানো হয়েছে। বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাব দিতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন, গত পাঁচ বছরে সিএপিএফ এবং অসম রাইফেলসে ৭১ হাজার ২৩১টি নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে।

২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে নতুন এই শূন্যপদ তৈরি করা হয়েছে। রাজ্যসভায় নিত্যানন্দ রাই বলেন, ২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত সিএপিএফ ও অসম রাইফেলসে ১ লক্ষ ২০৪টি শূন্যপদ রয়েছে।

কোথায় কত শূন্যপদ রয়েছে, সেই হিসাব তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বলেন, “অসম রাইফেলসে ৩ হাজার ৩৭৭টি শূন্যপদ রয়েছে। বিএসএফে শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৮০৮, সিআইএসএফে তা ৩১ হাজার ৭৮২। সিআরপিএফে শূন্যপদের সংখ্যা ৩৩ হাজার ৭৩০। আইটিবিপি-তে শূন্যপদ রয়েছে ৯ হাজার ৮৬১। এবং এসএসবি-তে শূন্যপদের সংখ্যা ৮ হাজার ৬৪৬।”

১ লক্ষের বেশি পদে নিয়োগ বাকি থাকার কারণ নিয়ে সংসদের উচ্চ কক্ষে নিত্যানন্দ রাই জানান, অবসর, পদত্যাগ, প্রোমোশন, মৃত্যু, নতুন ব্যাটেলিয়ন তৈরি এবং নতুন পদ তৈরির কারণে ১ লক্ষের বেশি নিয়োগ বাকি রয়েছে। নিরন্তর প্রক্রিয়ার মাধ্যমে সরকার শূন্যপদ পূরণে সবরকম চেষ্টা করেছে চলেছে বলে তিনি জানান।

রাজ্যসভায় লিখিত জবাবে নিত্যানন্দ রাই বলেন, প্রোমোশনাল শূন্যপদগুলি পূরণে ডিপার্টমেন্টাল প্রোমোশন কমিটি (ডিপিসি) বৈঠক করছে। নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে মেডিক্যাল পরীক্ষার সময়সীমা কমানো হয়েছে। সেনায় কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শর্ট লিস্টিংয়ের কাট অব মার্ক কমানো হয়েছে। যাতে যথেষ্ট প্রার্থী পাওয়া যায়।