Rajasthan Politics : রাজস্থান কংগ্রেসে বড়সড় ধাক্কা? ইস্তফা দেওয়ার পথে গেহলট অনুগত ৯২ বিধায়ক
Rajasthan Politics : গেহলট অনুগত ৯২ জন বিধায়ক আজ রাতেই স্পিকারের সঙ্গে দেখা করবেন।
জয়পুর : রাজস্থানে মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন? রাজস্থান কংগ্রেসের অন্দরে এখন তা নিয়েই বাড়ছে রাজনীতির পারদ। অশোক গেহলট কংগ্রেস সভাপতি নির্বাচিত হলে কংগ্রেসের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে আসন ছাড়তে হবে তাঁকে। এখন গেহলটের উত্তরসূরি হিসেবে সচিন পাইলটের নাম উঠে এসেছে। তবে মুখ্যমন্ত্রীর পদে সচিনকে দেখতে রাজি নয় অশোক অনুগত বিধায়করা। তাই আজই রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশীর সঙ্গে দেখা করবেন শাসক দলের ৯২ জন বিধায়ক। সূত্রের খবর, অশোক গেহলট অনুগত এই ৯২ জন বিধায়ক আজ রাতেই তাঁদের পদত্যাগপত্র জমা করতে পারেন।
কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আর তার জন্য আগামিকালই মনোনয়ন জমা দেবেন তিনি। তারপর বিধায়কদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে জানিয়েছিলেন, তিনি একই সঙ্গে কংগ্রেসের সভাপতি ও রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ সামলাতে চান। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাফ জানিয়ে দেন, যেকোনও একটি পদই বেছে নিতে হবে গেহলটকে।
এদিকে গেহলট রবিবার প্রথম একটি পদ বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি আভাস দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। তবে তিনি আগেই শর্ত দিয়েছিলেন তাঁর শত্রু শিবির থেকে সচিন পাইলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর গদিতে রাজ করতে দেবেন না। তবে কানাঘুষো শোনা যাচ্ছিল, সচিন পাইলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করা হতে পারে। এই আবহে অশোক অনুগত একাধিক বিধায়ক সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে নারাজ। এরকম ৯২ জন বিধায়কের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন অশোক গেহলট। সেই বৈঠক শেষেই বলা হয়, ৯২ জন গেহলট অনুগামী কংগ্রেসের বিধায়ক ইস্তফা দেবেন। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তাঁরা যদি এদিন সত্যিই ইস্তফা দেন তাহলে সরকার পড়ে যাওয়ার একটি ক্ষীণ সম্ভাবনাও থেকে যাচ্ছে। প্রসঙ্গত, এরকম পরিস্থিতির যদি সৃষ্টি হয় তাহলে ফের কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বেই নিজেদের গড় হারাবে কংগ্রেস।