সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবার, আজ একসঙ্গে শপথ নেবেন ৯ বিচারপতি

কলোজিয়ামের স্থির করা নামের মধ্যে বিচারপতি নাগারত্ন আগামী ২০২৭ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন বলে মনে করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবার, আজ একসঙ্গে শপথ নেবেন ৯ বিচারপতি
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2021 | 12:15 PM

নয়া দিল্লি: কলোজিয়ামের সুপারিশে আগেই শিলমোহর দিয়েছে কেন্দ্র। তিন মহিলা বিচারপতি সহ মোট ৯ বিচারপতি শপথ নিচ্ছেন আজই। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণের উপস্থিতিতে শপথ নেবেন তাঁরা। সুপ্রিম কোর্টের অ্যাডিশনার বিল্ডিং কমপ্লেক্সের অডিটোরিয়ামে হবে সেই শপথ অনুষ্ঠান। এর আগে কখনও এ ভাবে নতুন বিচারপতিরা একসঙ্গে শপথ নেননি। তাই এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তৈরি হবে এক নয়া ইতিহাস।

সাধারণত প্রধান বিচারপতির ঘরেই শপথ নেন নতুন বিচারপতিরা। এ দিন ৯ বিচারপতি শপথ নিলে সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা হবে ৩৩। মোট ৩৪ বিচারপতি পদ রয়েছে দেশের শীর্ষ আদালতে। অর্থাৎ একটি পদ খালি থেকে যাবে। সুপ্রিমকোর্টের জনসংযোগ দফতর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবার ৯ বিচারপতি একই সঙ্গে শপথ গ্রহণ করবেন। এ ছাড়া এই প্রথম শপথ অনুষ্ঠান হবে অডিটোরিয়ামে। কোভিড বিধি মেনে চলার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ডিড নিউজ, ডিডি ইন্ডিয়ায় সম্প্রচারিত হবে সেই শপথ অনুষ্ঠান। এ ছাড়া সুপ্রিম কোর্টের যের অফিশিয়াল পোর্টাল রয়েছে, সেখানেও শপথের সরাসরি সম্প্রচার হবে বলে জানানো হয়েছে।

আজ যাঁরা শপথ নেবেন, তাঁরা হলেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এএস ওকা, বিচারপতি বিভি নাগারত্ন, তেলঙ্গনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি, গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সিকিমের প্রধান বিচারপতি জেকে মহেশ্বরী, কেরল হাইকোর্টের বিচারপতি সিটি রবিকুমার, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ, গুজরাট হাইকোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী ও আইনজীবী পএস নরসিমহা।

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এসএ বোবদে বর্তমান প্রধান বিচারপতি এনভি রমণ প্রথম মহিলা প্রধান বিচারপতি দেখতে চেয়েছিলেন। প্রথম মহিলা প্রধান বিচারপতি দেখার স্বপ্নেই এই ন’জন বিচারপতির নাম পাঠিয়েছিল সুপ্রিম কোর্টের কলোজিয়াম, আর তাতেই শিলমোহর দিয়েছে কেন্দ্র। প্রধান বিচারপতি এনভি রমণের নেতৃত্বেই সুপ্রিম কোর্টের কলোজ়িয়াম নয় বিচারপতির নাম সুপারিশ করে। সুপ্রিম কোর্টের কলোজিয়ামের স্থির করা নামের মধ্যে বিচারপতি নাগারত্ন আগামী ২০২৭ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন। এক মাসের জন্য হলেও তিনিই সম্ভবত হবেন ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট গঠন হওয়ার পর এখনও অবধি বিগত ৭১ বছরে খুব কম সংখ্যক মহিলাকেই সুপ্রিম কোর্টের বিচারপতি রূপে পাওয়া গিয়েছে। এখনও অবধি মাত্র আটজন মহিলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পেরেছেন, সেখানে প্রধান বিচারপতি পদে একজন মহিলা দায়িত্ব গ্রহণ করলে নয়া ইতিহাসের সূচনা হবে। আরও পড়ুন: জন্মাষ্টমীতেই নিষিদ্ধ হল মদ-মাংস, দুধ ব্যবসায় মন দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী