‘ডিজিটাল’ ভারতে ৩ বছরে ৯৩ হাজার সাইবার অপরাধ, অধিকাংশই যৌন হেনস্থা আর বিদ্বেষ
হাতে আসছে সস্তার স্মার্টফোন আর বাড়ছে অপরাধ
নয়া দিল্লি: স্মার্ট হচ্ছে ভারত। প্রত্যেকদিন একটু একটু করে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। ডিজিটাল হওয়ার অঙ্গীকার নিয়েছে সরকার। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করল চাঞ্চল্যকর রিপোর্ট।
ভারত ডিজিটাল হওয়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। বুধবার সংসদে সেই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র। রিপোর্ট আরও উদ্বেগের কারণ, এর মধ্যে বেশির ভাগই যৌন হেনস্থা বা হিংসা ছড়ানোর সঙ্গে সম্পর্কিত।
আরও পড়ুন: ‘আমি মুখ খুললে বটগাছ নড়ে যাবে’, শুরুটা করেছিলেন মমতা, পর্দাফাঁস করলেন রাজীব
২০১৭ থেকে ২০১৯-এর মধ্যে মোট ৯৩০০০ সাইবার অপরাধের মামলা হয়েছে। রাজ্যসভায় প্রকাশিত ক্রাইম ডেটাতে এই তথ্য উঠে এসেছে। এক লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি জানান, এই ৯৩০০০ সাইবার মামলার পিছনে যৌন হেনস্থা, ব্যক্তিগত প্রতিশোধ, হিংসা ছড়ানো, তথ্য চুরি করার মতো মোটিভ রয়েছে।
আরও পড়ুন: কোন কোন রাজ্যে রোহিঙ্গারা? বাংলা আছে? তথ্য দিল স্বরাষ্ট্র মন্ত্রক
ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী ২০১৭-তে ২১,৭৯৬ টি সাইবার ক্রাইমের মামলা হয়েছে। ২০১৮ তে সেই সংখ্যা বেড়ে হয় ২৭,২৪৮ আর ২০১৯-এ সেই সংখ্যা একধাক্কায় বেড়ে ৪৪,৫৪৬-এ পৌঁছয়।
এক আধিকারিকের কথায়, স্মার্টফোন ক্রমশ সস্তা হচ্ছে, আর তার ফলেই বাড়ছে সাইবার অপরাধ। এছাড়া অনলাইন সার্ভিসের উপর নির্ভরশীলতা বেড়ে যাওয়াও সাইবার অপরাধের অন্যতম কারণ। ওই আধিকারিক বলেন, “স্মার্টফোন সাধ্যের মধ্যে চলে আসায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ছে।” এছাড়া খাবার কিনতেও ফুড ডেলিভারি অ্যাপের উপর নির্ভর করছেন অনেকে, পাশাপাশি রয়েছে অ্যাপ ক্যাব। অনলাইন স্ট্রিমিং সার্ভিস সাইবার অপরাধের সংখ্যা বাড়াতে অন্যতম কারণ হিসেবে কাজ করেছে বলে মনে করেন তিনি।