Pune Chaos: দেরিতে পিৎজা আসায় ডেলিভারি বয়কে হেনস্থা, চলল গুলিও
Pune Chaos: ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। সেখানে পুলিশের হাতে গ্রেফতার চেতন পাডওয়াল (২৭)। সোমবার রাত্রিবেলা একটি জনপ্রিয় দোকান থেকে অনলাইনে পিৎজা অর্ডার করেন তিনি। তবে অজ্ঞাত কোনও কারণে পিৎজা দিতে দেরি করেন ডেলিভারি বয় হৃষিকেশ অন্যপুরভ।
পুণে: ঘরে বসে মজলিসে পিৎজা খাবেন ভেবেছিলেন। কিন্তু তা এল দেরীতে। আর এতেই বেজায় চটলেন যুবক। পিৎজা দেরিতে আসায় ডেলিভারি বয়কে হেনস্থার অভিযোগ। শুধু তাই নয় শূন্যে চালানো হল গুলি।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। সেখানে পুলিশের হাতে গ্রেফতার চেতন পাডওয়াল (২৭)। সোমবার রাত্রিবেলা একটি জনপ্রিয় দোকান থেকে অনলাইনে পিৎজা অর্ডার করেন তিনি। তবে অজ্ঞাত কোনও কারণে পিৎজা দিতে দেরি করেন ডেলিভারি বয় হৃষিকেশ অন্যপুরভ।
তবে চেতনের বাড়ি পৌঁছতেই হল বিপত্তি। অভিযোগ, হৃষিকেশকে দেরিতে আসার কারণ জানতে চান তিনি। শুধু তাই নয় শারীরিকভাবে নিগ্রহ করা হয় তাঁকে। কলার ধরে গালিগালাজ করারও অভিযোগ ওঠে। এরপর বাকবিতণ্ডার মাঝে পকেট থেকে পিস্তল বের করেন পবন। তারপর শূন্যে গুলি চালান।
এই ঘটনায় যথেষ্ঠ আতঙ্কিত ওই পিৎজা ডেলিভারি বয়। তিনি গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও, পুলিশের তরফে জানানো হয়েছে ওই পিস্তল রাখার লাইসেন্স ছিল পবনের কাছে।