Rajasthan: বারবার ট্র্যাক্টর চাপা দিয়ে ভাইকে নৃশংস হত্যা! বিজেপির নিশানায় কংগ্রেস
Rajasthan Tractor murder: এদিন সকালে সেই বিরোধ হিংসাত্মক রূপ নেয়। দুই পরিবারের সদস্যরাই একে অপরকে পাথর ও লাঠি নিয়ে হামলা করেছিলেন। তারই মধ্যে, আতর সিংয়ের ছেলে নির্পাট মাটিতে পড়ে যান। সেই সময় বাহাদুর সিং-এর ছেলে দামোদর তাঁকে ট্রাক্টর দিয়ে পরপর আটবার চাপা দেন।
জয়পুর: জমিতে পড়ে আছেন ভাই। আর তাকে বারবার করে ট্র্যাক্টর দিয়ে চাপা দিচ্ছে তার এক তুতোভাই। বুধবার (২৫ অক্টোবর), এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল রাজস্থানের ভরতপুর জেলা। এক জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল দুই ভাই বাহাদুর সিং এবং আতর সিং-এর মধ্যে। এদিন সকালে সেই বিরোধ হিংসাত্মক রূপ নেয়। দুই পরিবারের সদস্যরাই একে অপরকে পাথর ও লাঠি নিয়ে হামলা করেছিলেন। তারই মধ্যে, আতর সিংয়ের ছেলে নির্পাট মাটিতে পড়ে যান। সেই সময় বাহাদুর সিং-এর ছেলে দামোদর তাঁকে ট্রাক্টর দিয়ে পরপর আটবার চাপা দেন। এই সংঘর্ষে আরও প্রায় দশজন আহত হয়েছেন। বাহাদুর সিং-কে গ্রেফতার করেছে পুলিশ।
ভরতপুর জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ভরতপুরের বায়ানা এলাকার আড্ডা গ্রামে। দিন পাঁচেক আগেও দজুই পরিবারের মধ্যে এই জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছিল। নির্পাট-সহ আতর সিং-এর পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন বাহাদুর সিং-এর পরিবার। বুধবার সকালে, বাহাদুর সিংয়ের পরিবার একটি ট্রাক্টর নিয়ে বিতর্কিত জমিটিতে গিয়ে জমি চষা শুরু করে। কিছুক্ষণ পরই আতর সিং-এর পরিবার সেখানে এসে উপস্থিত হয়। এরপরই দুই পরিবারের মধ্যে লাঠালাঠি, পাথর ছোড়াছুড়ি শুরু হয়। গ্রামবাসীদের দাবি, তারা গুলির শব্দও শুনেছেন। এরপরই ট্র্যাক্টর চাপা দিয়ে নির্পাটকে হত্যা করে দামোদর। এমনকি, পরিবারের অন্যান্য সদস্যরা হস্তক্ষেপ করলেও সে থামেনি। নির্পাটের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্র্যাক্টর ঘুরিয়ে ঘুরিয়ে এসে সে তাকে চাপা দিয়ে গিয়েছে বলে, জানা গিয়েছে।
Disclaimer:🚨🚨🛑🛑🚫❌
This horrific scene is from Bharatpur, Rajasthan, during a fight over a land dispute, Nirpat Gurjar fell on which Bahadur Gurjar's people ran a tractor over him. Nirpat died on the spot after being wheeled 8 times. The accused absconded. pic.twitter.com/JZeyUHdCtS
— Arvind Kumar (@Arvindkumar065) October 25, 2023
এই সংঘর্ষে নির্পাটের মৃত্যুর পাশপাশি আরও প্রায় ১০ জন গুরুতর আহত হয়েছেন। তাদের এক স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করেছে। হত্যার সঙ্গে জড়িত সনদেহে দামোদর-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার মৃদুল কাছাওয়াকে এই ঘটনার তদন্তের উপর কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন ডিজিপি। এদিকে, নির্বাচনের আগে রাজস্থানে এখন সব ঘটনাই রাজনৈতিক চশমায় দেখা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতেও ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে নিশানা করেছে বিজেপি।
রাজস্থানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে, কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে ভরতপুরে যাওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। প্রসঙ্গত নির্বাচনী প্রচারে এদিনই রাজস্থানে পৌঁছেছেন প্রিয়ঙ্কা। সম্বিতের দাবি, এটা কোনও বিচ্ছিন্ন খুন নয়। বস্তুত, সকল কংগ্রেস শাসিত রাজ্যেরই আইনশৃঙ্খলা পরিস্থিতির এমনই বেহাল দশা। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ভরতপুরের ঘটনাকে ‘হৃদয় বিদারক’ বলে উল্লেখ করে বলেছেন, গেহলট সরকারের আমলেই এই অপরাধী-নৈরাজ্যবাদী মানসিকতার উদ্ভব হয়েছে।” রাজস্থানের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোর এই ঘটনাকে মানবতার কলঙ্ক বলেছেন।