Ex Councillor killed: বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর, বাইকে করে এল কয়েকজন, দেখুন হাড়হিম ভিডিয়ো
Ex Councillor killed: প্রাক্তন কাউন্সিলরের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ২ জনকে ধরে স্থানীয় পুলিশ এবং একজনকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা হয়েছে।
পুণে: এলাকায় বিদ্যুৎ নেই। বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর। আচমকা বেশ কয়েকটি বাইকে এল কয়েকজন। এসেই পরপর গুলি। দৌড়ে বাড়ির ভিতরে চলে গেলেন প্রাক্তন কাউন্সিলর। তাঁর পিছু নিল দুষ্কৃতীরা। কয়েক মুহূর্ত পর বাইকে করে পালাল তারা। এরপর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় ওই প্রাক্তন কাউন্সিলরকে। ঘটনাটি পুণের। সিসিটিভিতে ধরা পড়েছে হামলার ঘটনা। মৃত ওই প্রাক্তন কাউন্সিলরের নাম বনরাজ আন্দেকর। তিনি এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা।
পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর বনরাজ আন্দেকর। রবিবার রাতে নানা পথ এলাকায় নিজের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সেইসময় ৬টি বাইকে কমপক্ষে ১২ জন দুষ্কৃতী বনরাজ আন্দেকরের বাড়ির সামনে আসে। বাইক থেকে নেমেই প্রাক্তন কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায়। আন্দেকর বাড়ির ভিতরে ঢুকে গেলে পিছু নেয় দুষ্কৃতীরা।
এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ২ জনকে ধরে স্থানীয় পুলিশ এবং একজনকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা হয়েছে। হামলায় প্রাক্তন কাউন্সিলরের আত্মীয়রা জড়িত বলে মনে করছে পুলিশ।
पुणे वनराज आंदेकर हत्या प्रकरणातील CCTV#punecrime pic.twitter.com/A19ftGXJvW
— jitendra (@jitendrazavar) September 2, 2024
পুণের যুগ্ম পুলিশ কমিশনার রঞ্জন কুমার শর্মা জানান, বনরাজ আন্দেকরকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালানো হয়েছিল। এমনকি, ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় কেইএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ আরও জানিয়েছে, হামলার আগে দুষ্কৃতীরা এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে। রাস্তার আলোও নিভিয়েছিল।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)