Kandahar Hijack: কান্দাহার হাইজ্যাক সিরিজে ‘হিন্দু নামে’র পিছনে কারা? না বলায় বিপাকে Netflix, তলব কেন্দ্রের

Netflix: নেটফ্লিক্সের নতুন সিরিজ 'আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক', যা ১৯৯৯ সালে কান্দাহার বিমান হাইজ্যাকের উপরে তৈরি করা হয়েছে, তাতে সম্প্রচারিত বিতর্কিত তথ্যের ব্য়াখ্যা চেয়েই নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধানকে তলব করা হয়েছে।

Kandahar Hijack: কান্দাহার হাইজ্যাক সিরিজে 'হিন্দু নামে'র পিছনে কারা? না বলায় বিপাকে Netflix, তলব কেন্দ্রের
কান্দাহার সিরিজ নিয়ে বিতর্ক।Image Credit source: Netflix
Follow Us:
| Updated on: Sep 02, 2024 | 3:09 PM

নয়া দিল্লি: মুক্তির পরই বিতর্কে ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’। নেটফ্লিক্সের নতুন সিরিজ ঘিরে তুমুল বিতর্ক, উঠেছে সমালোচনার ঝড়। আর বিতর্কের আবহেই এবার বিপাকে নেটফ্লিক্সও। কেন্দ্রীয় সরকারের তরফে তলব করা হল নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধানকে।

জানা গিয়েছে, আজ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট চিফ মনিকা শেরগিলকে তলব করা হয়েছে। আগামিকাল, মঙ্গলবার তাঁকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’, যা ১৯৯৯ সালে কান্দাহার বিমান হাইজ্যাকের উপরে তৈরি করা হয়েছে, তাতে সম্প্রচারিত বিতর্কিত তথ্যের ব্য়াখ্যা চেয়েই নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধানকে তলব করা হয়েছে।

পাকিস্তানের হরকত-ই-মুজাহিদ্দিন ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের ৮১৪ ফ্লাইটকে অপহরণ করেছিল। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ঘুরিয়ে আফগানিস্তানের কান্দাহারে অবতরণ করায়। সেখানেই ৫ দিন ছিল বিমানটি। ভারত সরকারের সঙ্গে দর কষাকষির পর জেলবন্দি তিন জঙ্গি মাসুদ আজহার, ওমর শেখ ও মুস্তাক আহমেদকে মুক্তির বিনিময়ে ওই বিমানের যাত্রীদের মুক্তি দেওয়া হয়। ৩১ ডিসেম্বর ভারতে ফেরে বিমানটি।

নেটফ্লিক্সের সিরিজ ঘিরে বিতর্ক-

কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নেটফ্লিক্সের সিরিজে যে পাঁচজন অপহরণকারী ছিল, তার মধ্যে তিনজনের আসল নাম উল্লেখ করা হলেও, দুই অপহরণকারীর নাম কেবল ভোলা ও শঙ্কর হিসাবেই উল্লেখ করা হয়েছে। তাদের আসল নাম উল্লেখ করা হয়নি।

এই নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। তিনি লেখেন, “আইসি-৮১৪ বিমানের অপহরণকারীরা কুখ্যাত জঙ্গি। তাদের মুসলিম পরিচয় গোপন করার জন্য নির্মাতা অনুভব সিনহা তাদের হিন্দু নামগুলি প্রকাশ করেছে। এক দশক বাদে সাধারণ মানুষ ভাববে অপরাধীরা হিন্দু ছিল।”

প্রসঙ্গত, ২০০০ সালের ৬ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে হাইজ্যাকারদের পরিচয় জানায়। তাদের নাম ছিল ইব্রাহিম আখতার, সইদ আখতার সায়েদ, সানি আহমেদ কাজি, জহুর ইব্রাহিম মিস্ত্রি ও শাকির।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)