‘এত বড় সাহস! মাংস রান্না করে খাওয়াবে না?’ বলেই স্ত্রীর মাথায় লাঠির বারি মারলেন যুবক

Madhya Pradesh: এদিকে ময়না তদন্তের রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রথম থেকেই পুলিশেরও সন্দেহ ছিল।

'এত বড় সাহস! মাংস রান্না করে খাওয়াবে না?' বলেই স্ত্রীর মাথায় লাঠির বারি মারলেন যুবক
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2021 | 11:55 PM

ভোপাল: স্ত্রীর কাছে আবদার করেছিলেন স্বামী, ‘মাংস রান্না করে খাওয়াবে?’ স্ত্রী স্বামীর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এখন পারবেন না। অভিযোগ, এর পরই রাগে খড়গহস্ত হয়ে ওঠেন ওই যুবক। ক্ষোভে ফুঁসতে ফুঁসতে লাঠি নিয়ে স্ত্রীর দিকে উদ্যত হন। এরপরই ঘটে যায় ভয়ঙ্কর কাণ্ড। অভিযোগ, সেই লাঠি গিয়ে পড়ে স্ত্রীর মাথায়। রক্তে ভেসে যায় চারদিক। মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই তরুণী। মধ্য প্রদেশের সাহদুল জেলার এই ঘটনা।

পাপায়ুন্ধ থানা এলাকার সেমারিয়াতলার বাসিন্দা ৪০ বছর বয়সী কমলেশ কোল। কমলেশের স্ত্রী রম্বাই কোলের বয়স ৩২ বছর। পুলিশ জানিয়েছে, গত ২৩ অগস্টের ঘটনা। স্বামী স্ত্রীকে মাংস রান্না করতে বলেছিলেন। সেই মাংসা রান্না করতে অস্বীকার করেন রম্বাই। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয় দু’জনের। প্রবল রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন চল্লিশ বছর বয়সী ওই যুবক।

অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ASP) মুকেশ বৈশ্য বলেন, “অভিযুক্তের নাম কমলেশ কোল। স্ত্রী রম্বাই কোলের সঙ্গে গত ২৩ অগস্ট মাংস রান্না নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। এরপরই সেই বাক বিতণ্ডা চরম মোড় নেয়। রাগে স্ত্রীকে লাঠি দিয়ে সজোরে আঘাত করেন কমলেশ। পুলিশকে প্রাথমিক তদন্তে কমলেশ জানিয়েছিলেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর।”

এদিকে ময়না তদন্তের রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রথম থেকেই পুলিশেরও সন্দেহ ছিল। এরপরই জেরার মুখে কমলেশ জানান আসল ঘটনা। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসতেই ফের নতুন করে জেরাপর্ব আরম্ভ করে পুলিশ। জেরায় জেরায় খেই হারিয়ে কমলেশ স্বীকার করেন, স্ত্রীকে লাঠি দিয়ে মেরেছিলেন তিনি। কেন স্ত্রীর মাংস রান্না করতে রাজি হননি, সেটাই রাগের কারণ হয়ে উঠেছিল স্বামীর। এর পরই তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। স্ত্রীও গলা চড়িয়ে দু’ এক কথা শোনান। তাতেই আরও দ্বিগুণ রাগে ফুঁসতে থাকেন কমলেশ কোল। ঘরের কোণে সে সময় একটি লাঠি পড়ে ছিল। অভিযোগ, সেই লাঠি তুলে নিয়ে স্ত্রীর দিকে ধেয়ে যান তিনি। খুব জোরে মাথায় আঘাত করেন। মুহূর্তে রক্তে লুটিয়ে পড়েন রম্বাই। এরপর বহু ধাক্কাধাক্কি করলেও আর সাড়া দেননি ওই তরুণী। এদিকে ঘর ততক্ষণে রক্তে ভেসে গিয়েছে।

তখনই আঁচ পেয়েছিলেন স্বামী, বড় কোনও বিপদের আশঙ্কা করেন। এরপরই পাড়া প্রতিবেশিরা হইচই শুনে ছুটে আসেন। ততক্ষণে পুলিশেও খবর দেওয়া হয়। যদিও প্রাথমিক জেরায় কমলেশ কোলের দাবি ছিল, দুর্ঘটনায় এই অবস্থা হয়েছে স্ত্রীর। এর বেশি তিনি কিছুই জানেন না। যদিও তদন্তে নেমে বেশ কিছু তথ্য পুলিশের হাতে আসে। অন্যদিকে পোস্ট মর্টেম রিপোর্টও অন্য কথা বলছিল। এরপরই জেরায় কৃতকর্ম কবুল করেন তিনি। আরও পড়ুন: কোভিশিল্ডের প্রথম ডোজ়ের পর বৃদ্ধাকে কোভ্যাক্সিনেরও প্রথম ডোজ়, ডাক্তার বললেন ‘এর পর দ্বিতীয় ডোজ় নিয়ে নেবেন’