কোভিশিল্ডের প্রথম ডোজ়ের পর বৃদ্ধাকে কোভ্যাক্সিনেরও প্রথম ডোজ়, ডাক্তার বললেন ‘এর পর দ্বিতীয় ডোজ় নিয়ে নেবেন’
Covid Vaccine: কালিয়াগঞ্জ শহরের শ্রীকলোনির বাসিন্দা আভা বসাক গত ৩রা জুন ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে কোভিশিল্ডের প্রথম ডোজ় নেন।
উত্তর দিনাজপুর: এর আগে টিকার প্রথম ডোজ় এক সংস্থার, দ্বিতীয় ডোজ় অন্য সংস্থার দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এবার অভিযোগ আরও মারাত্মক। একই দেহে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের প্রথম ডোজ় দেওয়ার অভিযোগ তুললেন ৬৬ বছর বয়সী এক মহিলা। কালিয়াগঞ্জ শহরের শ্রীকলোনির বাসিন্দার সঙ্গে এমন ঘটনায় কার্যত তাজ্জব এলাকার মানুষ।
কালিয়াগঞ্জ শহরের শ্রীকলোনির বাসিন্দা আভা বসাক। অভিযোগ, গত ৩ জুন প্রথমবার করোনার টিকা নেন তিনি। প্রথম ডোজ় নেওয়ার পর যে সার্টিফিকেট তিনি পান, সেখানে স্পষ্ট লেখা কোভিশিল্ড দেওয়া হয়েছে তাঁকে। ২৬ অগস্ট থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাঁর দ্বিতীয় ডোজ় নেওয়ার কথা। সেই মতো ১ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ় নিতে যান তিনি। এদিকে টিকা নেওয়ার পরই তাঁর কাছে যে সার্টিফিকেট যায়, সেখানে লেখা ছিল কোভ্যাক্সিনের প্রথম ডোজ় তিনি সফল ভাবে নিয়েছেন। ২৯ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবরের মধ্যে দ্বিতীয় ডোজ় নিতে হবে তাঁকে। এই সার্টিফিকেট দেখে কপালে হাত পড়ে যায় ওই মহিলার। এরপরই জেলা স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তোলে তাঁর পরিবার।
কালিয়াগঞ্জ শহরের শ্রীকলোনির বাসিন্দা আভা বসাক গত ৩রা জুন ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে কোভিশিল্ডের প্রথম ডোজ় নেন। এরপর ১লা সেপ্টেম্বর সেই মোতাবেক কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে যান দ্বিতীয় ডোজ় নিতে। সেখানে গিয়ে প্রথম ডোজ়ের ভ্যাক্সিনেশনের কাগজ ও আধার কার্ড দেখালেও স্বাস্থ্যকর্মীরা এই ঘটনা ঘটান বলে অভিযোগ আভাদেবীর। ভ্যাকসিন নিয়ে তিনি বাড়ি ফিরতেই মোবাইলের এসএমএস দেখে চক্ষু চড়কগাছে ওঠে তাঁর আত্মীয় ও প্রতিবেশীদের। এরপর আরও নিশ্চিত হতে টিকাকরণের সার্টিফিকেটও প্রিন্ট করা হয়। আর তাতেই স্পষ্ট হয় গাফিলতি। এই ঘটনায় স্বাস্থ্য দফতর ও কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের টিকাকরণ কেন্দ্রের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পিছনে গাফিলতি কার? তবে কি স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদানের ক্ষেত্রে সরকারি নিয়ম মানছেন না? যদি দুই ধরনের টিকা নেওয়ায় ওই বৃদ্ধার কোনও শারীরিক ক্ষতি হয়, তাহলে তার দায় কার?
যদিও কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার তাপস রায়ের দাবি, “উনি নিশ্চিন্তেই থাকতে পারেন, ওনার কোনও সমস্যা হওয়ার কথা নয়। এবার যেহেতু কোভ্যাক্সিনের প্রথম ডোজ় হয়েছে, তাঁকে বলব যাতে আবারও নির্দিষ্ট সময় বাদে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ় নিয়ে নেন। আর এ নিয়ে অভিযোগ পেয়েছি। এই ব্যাপারে কোনও স্বাস্থ্যকর্মীদের গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হবে।” পাশাপাশি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণকুমার শর্মা টেলিফোনে জানিয়েছেন, “এখনও আমার কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। এলে অবশ্যই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” আরও পড়ুন: কানের পাশে পিস্তল ধরল একজন, অন্যজনের হাতে চাকু, চেয়ার থেকে ফেলে শুরু মার… পেট্রোল পাম্পের ভিতর ভয়ঙ্কর ঘটনা