Tirupati Temple: আধার রেজিস্ট্রেশন করে এবার লাড্ডু পাবেন তিরুপতি মন্দিরে

Tirupati Temple: একইসঙ্গে প্রসাদ টোকেন চালু থাকছে মন্দিরে। যাঁদের কাছে দর্শন টোকেন বা টিকিট থাকবে তাঁরাও অতিরিক্ত লাড্ডু কিনতে পারবেন। তবে আগের মতো একটি করে প্রসাদি লাড্ডু যেমন পেতেন, সেটাও পাবেন। তার জন্য কোনও মূল্য দিতে হবে না। আধার কার্ড দেখিয়ে লাড্ডু নিতে ৪৮ থেকে ৬২ পর্যন্ত নির্দিষ্ট কাউন্টারও রাখা থাকছে।

Tirupati Temple: আধার রেজিস্ট্রেশন করে এবার লাড্ডু পাবেন তিরুপতি মন্দিরে
নয়া নিয়ম তিরুপতি মন্দিরের লাড্ডু বিতরণে।
Follow Us:
| Updated on: Aug 29, 2024 | 11:32 PM

অন্ধ্র প্রদেশ: তিরুমালার শিখরে তিরুপতি বালাজির মন্দিরে লাড্ডু বিতরণে এবার আধার রেজিস্ট্রেশন চালু করল তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের নিয়ম অনুযায়ী, প্রসাদের জন্য টোকেন দেখাতে হয়। তাতে প্রসাদি লাড্ডু পান ভক্তরা। তবে যাদের দর্শন টোকেন থাকে না, তাদের লাড্ডু পাওয়ার ক্ষেত্রে মধ্যস্থতাকারীদের বাড়বাড়ন্তের অভিযোগ আসছিল। মন্দির কর্তৃপক্ষের কানে যায় তা। বৃহস্পতিবার তিরুমালা তিরুপতি দেবস্থানমস (TTD) ঘোষণা করেছে, লাড্ডু প্রসাদের জন্য আধার কার্ডের ব্যবহার করা হবে এবার থেকে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

টিটিডির অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার সিএইচ বেঙ্কাইয়া চৌধুরী জানান, কিছু মধ্যস্থতাকারী লাড্ডুর কালোবাজারি করছিল। এ ধরনের ঘটনা রুখতে এবং স্বচ্ছতা আনতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করে দেন, দর্শন টোকেন না থাকলে আধার কার্ড রেজিস্ট্রেশন করিয়ে একজন পুণ্যার্থী লাড্ডু কাউন্টার থেকে ২টি করে লাড্ডু নিতে পারবেন। লাড্ডু কমপ্লেক্সে এই ব্যবস্থা থাকবে।

টিটিডির অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার জানিয়ে দেন, আলাদা কোনও বিধিনিষেধের ব্যাপার নেই। প্রসাদ টোকেন চালু থাকছে মন্দিরে। ফলে এই টোকেন থাকলে আগের মতোই একটি করে প্রসাদি লাড্ডু যেমন পেতেন, সেটা পাবেন। তার জন্য কোনও মূল্য দিতে হবে না। একইসঙ্গে যাঁদের কাছে দর্শন টোকেন বা টিকিট থাকবে তাঁরাও অতিরিক্ত লাড্ডু কিনতে পারবেন। আধার কার্ড দেখিয়ে লাড্ডু নিতে ৪৮ থেকে ৬২ পর্যন্ত নির্দিষ্ট কাউন্টারও রাখা থাকছে।