Highway Accident: কুয়াশাই হল কাল! হাইওয়েতে ধাক্কা মারল পরপর ১৫টি গাড়ি, পরিণতি মর্মান্তিক

Haryana Accident: পুলিশের তরফে জানানো হয়েছে, একসঙ্গে একাধিক গাড়ির ধাক্কা লাগায়, গাড়ির ভিতরেই আহত যাত্রীরা আটকে পড়েছিলেন। প্রথমে মেশিন দিয়ে দরজা কেটে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। পরে ক্রেনও আনা হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করতে।

Highway Accident: কুয়াশাই হল কাল! হাইওয়েতে ধাক্কা মারল পরপর ১৫টি গাড়ি, পরিণতি মর্মান্তিক
দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2022 | 7:28 AM

আম্বালা: জাঁকিয়ে পড়েছে শীত। আর শীত বাড়তেই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। কারণ, ঘন কুয়াশা। শীতের সকালে ঘন কুয়াশায় রাস্তায় কোনও কিছু দেখতে না পেয়েই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। একের পর এক গাড়ির মধ্যে হল সংঘর্ষ। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। চারজনের অবস্থা সঙ্কটজনক। দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার অম্বালা-যমুনানগর-সাহারানপুর হাইওয়েতে। রবিবার সকালে ঘন কুয়াশার কারণে পরপর ১৫টি গাড়ি ধাক্কা মারে।

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ভোরবেলায় হাইওয়ের উপরে দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। দেখতে না পেয়ে একটি গাড়ি হাইওয়ের ধারে রেলিংয়ে ধাক্কা মারে। এরপরই একের পর এক গাড়ি এসে পরপর ধাক্কা মারতে শুরু করে। ট্রাফিক পুলিশ অফিসার লোকেশ রানা জানান, হাইওয়েতে পরপর ১০-১৫টি গাড়ি ধাক্কা লাগার খবর মেলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার কারণে ব্যাপক যানজট তৈরি হয়েছিল। পরে অন্য রুট ঘুরিয়ে দেওয়া হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, একসঙ্গে একাধিক গাড়ির ধাক্কা লাগায়, গাড়ির ভিতরেই আহত যাত্রীরা আটকে পড়েছিলেন। প্রথমে মেশিন দিয়ে দরজা কেটে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। পরে ক্রেনও আনা হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করতে। আহতদের সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, দুর্ঘটনার জেরে হাইওয়ের একাংশের রাস্তা বন্ধ হয়ে যায়। দুই দিকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তরফে গাড়িগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় যানজট দূর হয়। উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে এই নিয়ে দ্বিতীয়দিন হাইওয়ের উপরে যানচলাচলে ব্যাঘাত ঘটল। শনিবারও কুয়াশার কারণে যান চলাচলে সমস্যা হয়েছিল। ট্রাফিক পুলিশর তরফে ডিপার লাইট ও ফগ লাইট জ্বালিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।