Assam Woman: ঘুচল বাংলাদেশি তকমা, ৬ বছর পর আবার ভারতীয় হলেন অসমের মহিলা
অসমের কাছার জেলার উধারবন্দ এলাকার বাসিন্দা দুলুবি। ২০১৭ সালে ফরেন ট্রাইবুনাল তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে। শিলচর জেলার ভোটার লিস্টে নাম না মেলাতেই এই খাঁড়া নেমে এসেছিল দুলুবির জীবনে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে নাগরিকত্ব ফিরে পেলেন তিনি।
শিলচর: জন্ম থেকেই বাস করতেন অসমে। কিন্তু ভোটার তালিকায় নাম গন্ডগোলের জেরে ৬ বছর আগে বাংলাদেশি ঘোষাণা করা হয়েছিল তাঁকে। এনআরসি-র জেরে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হয়েছিলেন তিনি। এ নিয়ে আইনি লড়াইয়ে নামেন ওই মহিলা ও তাঁর পরিবার। দীর্ঘ লড়াইয়ের পর নাগরিকত্ব ফিরে পেলেন ওই মহিলা। অসমের ওই মহিলার নাম দুলুবি বিবি। দীর্ঘ ৬ বছর পর ভারতের নাগরিকত্ব ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ৫০ বছরের ওই মহিলা।
অসমের কাছার জেলার উধারবন্দ এলাকার বাসিন্দা দুলুবি। ২০১৭ সালে ফরেন ট্রাইবুনাল তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে। শিলচর জেলার ভোটার লিস্টে নাম না মেলাতেই এই খাঁড়া নেমে এসেছিল দুলুবির জীবনে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে নাগরিকত্ব ফিরে পেলেন তিনি।
নাগরিকত্ব ফিরে পাওয়ার পর দুলুবি বিবি বলেছেন, “আজ আমি খুব খুশি। কারণ আমি ভারতীয় নাগরিকত্ব ফিরে পেয়েছি। ভারতীয় হওয়া সত্ত্বেও আমাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। আমার দাদু-ঠাকুমা ভারতীয় ছিলেন। আমি কী করে বাংলাদেশি হব? ২ বছর ধরে আমাকে শিলচরের ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়েছে। জেলে যাওয়ার আগে আমি রাঁধুনির কাজ করতাম। আমি নিশ্চিত আমার স্বামী এখন আর আমাকে গ্রহণ করবে না। আমি কোথাও কাজ পাব না। এই ক্ষতির দায় কি সরকার নেবে?”