‘নিজেদের স্বৈরাচারী ভাবলে,এমন জোটসঙ্গীর প্রয়োজন নেই’, বিজেপিকে কড়া বার্তা তামিলনাড়ুর শাসক দলের

দেশের বিভিন্ন প্রান্তেই জোট সঙ্গীদের সামলাতে নাজেহাল বিজেপি (BJP)। একদিকে বিহারে নীতীশ কুমারের জেডিইউ (JDU)-র সঙ্গে দ্বন্দ্ব সামনে চলে আসা, অন্যদিকে কৃষক আন্দোলনের জেরে পঞ্জাবের জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দলের (RLP) সমর্থন হারানোয় কার্যত ল্যাজে-গোবরে অবস্থা বিজেপির।

'নিজেদের স্বৈরাচারী ভাবলে,এমন জোটসঙ্গীর প্রয়োজন নেই', বিজেপিকে কড়া বার্তা তামিলনাড়ুর শাসক দলের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 28, 2020 | 5:16 PM

চেন্নাই: ফের বড়সড় ধাক্কা আসতে পারে এনডিএ (NDA) জোটে, পরোক্ষে এমনটাই ইঙ্গিত দিল তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে (AIADMK)। রবিবার দলের তরফে সাংসদ কে পি মুনুসামি (KP Munusamy) বলেন, “যদি কোনও জাতীয় দল একনায়কতন্ত্রই চালায়, তবে এরকম জোটসঙ্গীর প্রয়োজন নেই।”

আগামী বছরের এপ্রিল-মে মাসেই দক্ষিণ ভারতে হতে চলেছে নির্বাচন। এআইএডিএমকে নেতা তথা মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী (EK Palaniswami )-ই যে দলের প্রধান মুখ হবেন, একথা সাফ জানিয়ে দিয়ে মুনুসামি জানান, নির্বাচন জোটে নেতৃত্ব দেবে তাঁদের দলই। বিজেপি (BJP)-র নাম না করেই তিনি বলেন, “যদি কোনও জাতীয় দলের অন্য কোনও ইচ্ছা থাকে, তবে তাঁদের জন্য এই জোট সমন্বয় থেকে বেরিয়ে যাওয়ার পথ খোলা।”

আরও পড়ুন: ‘রাজনীতিতে তাঁর স্পোর্টসম্যান স্পিরিট বহুল চর্চিত’, অরুণ জেটলির মূর্তি উন্মোচনে স্মৃতিমেদুর অমিত

আসন্ন নির্বাচনের প্রচারে করোনা মোকাবিলা ছাড়াও সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মেডিক্যালে ভর্তির জন্য ৭.৫ শতাংশ সংরক্ষণ, ২০০০ আম্মা ক্লিনিক সহ নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী পালানিস্বামী। অন্যদিকে , আগামী ৩১ ডিসেম্বরই দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের (Rajnikanth) নিজের দল ঘোষণা করার কথা। বিজেপি ঘনিষ্ট হিসাবেই পরিচিত রজনীকান্ত নিজস্ব দল ঘোষণা করলেও তার থেকে সমর্থন পাওয়া নিয়ে আশাবাদী বিজেপি। তবে আজ সকালেই হাসপাতাল থেকে ফেরায় তাঁর দল ঘোষণা নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শুধু দক্ষিণে নয়, দেশের বিভিন্ন প্রান্তেই জোট সঙ্গীদের সামলাতে নাজেহাল বিজেপি (BJP)। একদিকে বিহারে নীতীশ কুমারের জেডিইউ (JDU)-র সঙ্গে দ্বন্দ্ব সামনে চলে আসা, অন্যদিকে কৃষক আন্দোলনের জেরে পঞ্জাবের জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দলের (RLP) সমর্থন হারানোয় কার্যত ল্যাজে-গোবরে অবস্থা বিজেপির। চলতি বছরের সেপ্টেম্বর মাসে পঞ্জাবের আরেক রাজনৈতিক দল শিরোমণি আকালি দল (Siromani Akali Dal)-ও কৃষক আন্দোলনের জেরেই জোট ভেঙে বেরিয়ে যায়। এই পরিস্থিতিতে দক্ষিণেও যদি এআইএডিএমকে (AIADMK)-র সমর্থন হারায় বিজেপি, তবে নির্বাচনে একক দল হিসাবে জয়লাভ কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: ‘সরকারের কৃষকদের কথা শুনে আইন প্রত্যাহার করা উচিত’ দাবি প্রিয়ঙ্কার