‘সরকারের কৃষকদের কথা শুনে আইন প্রত্যাহার করা উচিত’ দাবি প্রিয়ঙ্কার

কেন্দ্রকে দুষে প্রিয়ঙ্কা গান্ধী বলেন, "কৃষক আন্দোলনকে রাজনৈতিক চক্রান্ত বলা সম্পূর্ণ ভুল। কৃষকদের সম্পর্কে এইধরনের কথা বলাও পাপ।"

'সরকারের কৃষকদের কথা শুনে আইন প্রত্যাহার করা উচিত' দাবি প্রিয়ঙ্কার
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 28, 2020 | 4:07 PM

নয়া দিল্লি: কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেও উঠে এল কৃষক আন্দোলনের প্রসঙ্গ। ১৩৬তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে (136th Foundation Day of Congress) যোগ দিতে এসে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi) বললেন, “সরকারের আন্দোলনকারী কৃষকদের কথা শুনে নয়া কৃষি আইন প্রত্যাহার করা উচিত।”

কেন্দ্রকে দুষে প্রিয়ঙ্কা গান্ধী বলেন, “কৃষক আন্দোলনকে রাজনৈতিক চক্রান্ত বলা সম্পূর্ণ ভুল। কৃষকদের সম্পর্কে এইধরনের কথা বলাও পাপ। কৃষকদের জবাব দিতে বাধ্য কেন্দ্র। সরকারের উচিত কৃষকদের কথা শোনা ও আইন প্রত্যাহার করে নেওয়া।”

গত সপ্তাহেই কংগ্রেস নেতারা দুই কোটি কৃষকের স্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)-র কাছে একটি স্মারকলিপি জমা দেন ও দেশজুড়ে চলা এই আন্দোলনে হস্তক্ষেপের আবেদন জানান। সেইদিনও প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেছিলেন, “দেশে কোনও গণতন্ত্র নেই। এদেশে গণতন্ত্র কেবল কল্পনাতে থাকতে পারে, বাস্তবে নয়।” পাল্টা জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-ও জম্মু-কাশ্মীরের নির্বাচনের উদাহরণ টেনে গণতন্ত্র না শেখানোর পরামর্শ দেন।

সোমবার ৩২তম দিনে প্রবেশ করল কৃষক আন্দোলন (Farmers Protest)। দিল্লি সীমান্তে এখনও আন্দোলন বজায় রাখলেও সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে আগামীকাল কৃষকরা ষষ্ঠ দফার আলোচনায় বসবে। সেই বৈঠকেই কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার করা হবে কিনা, সে বিষয়ে আলোচনা করা হবে।

আরও পড়ুন: ‘রাজনীতিতে তাঁর স্পোর্টসম্যান স্পিরিট বহুল চর্চিত’, অরুণ জেটলির মূর্তি উন্মোচনে স্মৃতিমেদুর অমিত