‘রাজনীতিতে তাঁর স্পোর্টসম্যান স্পিরিট বহুল চর্চিত’, অরুণ জেটলির মূর্তি উন্মোচনে স্মৃতিমেদুর অমিত
ভারতীয় ক্রিকেটে অরুণ জেটলির অনস্বীকার্য অবদানে উল্লেখ করে অমিত শাহ বলেন, "তিনি সবসময় নেপথ্যে থাকলেও সমস্ত প্রশ্ন ও সংশয় দূর করতেন।"
নয়া দিল্লি: ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (Firoz Shah Kotla ground) অরুণ জেটলির মূর্তিস্থাপন নিয়ে তৈরি হওয়া বিতর্কের আঁচ এড়িয়েই প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর মূর্তি উন্মোচন করলেন অমিত শাহ (Amit Shah)। ভারতীয় ক্রিকেটে অরুণ জেটলি (Arun Jaitley)-র অবদানের উল্লেখ করে বললেন, “ক্রিকেটে দুইধরনের মানুষ হয়। এক, যারা খেলেন। দ্বিতীয়, যারা খেলার পরিবেশ তৈরি করেন। দ্বিতীয় ধরনের মানুষের অবদানও অনস্বীকার্য।”
সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অরুণ জেটলির মূর্তি উন্মোচন করার সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথা স্মরণ করে বলেন, “অরুণ জেটলির মূর্তি উন্মোচন করা আমার সৌভাগ্য। ক্রীড়া ও রাজনীতি নিয়ে বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন অরুণজী। উনি সবসময় সকলকে নিয়ে চলতে চাইতেন। শাসক শিবির হোক বা বিরোধী শিবির হোক, উনি কোনও ভেদাভেদে বিশ্বাস রাখতেন না।”
আইপিএল (IPL)-র প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যখন আইপিএল শুরু করার পরিকল্পনা করা হয়, তখন প্রধান উদ্যোগ নিয়েছিলেন অরুণ জেটলি। আমার মতো মানুষেরা দূর থেকে দাঁড়িয়েই দেখত সবকিছু। ম্যাচ থেকে শুরু করে আইনি অনুমতি, নানা বিষয় নিয়েই আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন ছিল, সেই সময়ে তাঁর কাছেই সমস্ত প্রশ্নের উত্তর থাকত। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন এবং তাঁর ভাবনাচিন্তাও সুস্পষ্ট ছিল।”
আরও পড়ুন: ভারতে প্রথম চালকবিহীন মেট্রোর যাত্রা শুরু দিল্লিতে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভারতীয় ক্রিকেটে অরুণ জেটলির অনস্বীকার্য অবদানে উল্লেখ করে অমিত শাহ বলেন, “তিনি সবসময় নেপথ্যে থাকলেও সমস্ত প্রশ্ন ও সংশয় দূর করতেন। সমস্ত দিক সামলানোর পাশাপাশি যাঁরা ক্রিকেটকেই নিজের পেশা হিসাবে বেছে নিয়েছিলেন, তাঁদের সুযোগ করে দিতেন অরুণজী। একটা সময় ছিল, যখন মানুষ ক্রিকেটকে পেশা হিসাবে দেখত না, কিন্তু আজ দেখে। এইসবের কৃতিত্ব অরুণ জেটলিরই পাওনা।”
কেবল ক্রিকেট নয়, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনেও অরুণ জেটলির ভূমিকার প্রশংসা করেন অমিত শাহ। ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি বলেন, “জীবনে যখনই সমস্যায় পড়েছি, তিনি পাশে এসে দাঁড়াতেন। অরুণজী আমার বড় দাদার মতো ছিল। আমার আঙুল ধরে তিনি বিপদ থেকে টেনে উদ্ধার করতেন। আমি স্বীকার করতে বাধ্য যে, আমাকে সমস্যা থেকে উদ্ধারের সময়ও নিজের ভাবমূর্তি নিয়ে একবারও ভাবেননি তিনি।”
দেশে বিজেপির ক্ষমতায় আসার পিছনেও অরুণ জেটলির অবদানের কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “২০১৪ সালের আগে দেশে অস্থিরতা ছিল। সেই অস্থিরতা থেকে মু্ক্তি পেয়েছে দেশ। ইউপিএ সরকারের আমলে হাঁপিয়ে উঠেছিল দেশ। ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসে। বিজেপিকে ক্ষমতায় আনার পিছনেও অরুণ জেটলির হাত ছিল। তিনি ভারতের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন। রাজনীতিতে তাঁর স্পোর্টসম্যান স্পিরিট বহুল চর্চিত ছিল।”
মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে অমিত শাহ ছাড়াও উপস্থিত অনুরাগ ঠাকুর, অরুণ জেটলির স্ত্রী ও পুত্র রোহন জেটলি।
আরও পড়ুন: কংগ্রেসের ১৩৬তম প্রতিষ্ঠা দিবসে অনুপস্থিত খোদ রাহুল, টুইট বাণ বিজেপির