Train derailed: বড়দিনের দুপুরে লাইনচ্যুত কলকাতাগামী ট্রেন

Train accident: রেলের জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশী কিরণ আজমের-শিয়ালদহ ট্রেনের লাইনচ্যুত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের চারটি বগি বেলাইন হয়ে গিয়েছে। তবে কেউ হতাহত হননি। সেকেন্ড লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। ট্রেনটি আজমের জংশনের কারশেডে নিয়ে যাওয়া হয়েছে।

Train derailed: বড়দিনের দুপুরে লাইনচ্যুত কলকাতাগামী ট্রেন
লাইনচ্যুত ট্রেনের ৪টি বগি।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 4:22 PM

আজমের: বড়দিনের দুপুরে রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল কলকাতাগামী ট্রেন। সোমবার রাজস্থানের আজমের স্টেশনের কাছে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেনটির ৪টি কোচ বেলাইন হয়ে গিয়েছে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ট্রেনটি কারশেডে নিয়ে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে বলে রেলের তরফে জানানো হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে আজমের-শিয়ালদহ ট্রেনটি কারশেডে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়।চালক বুঝতে পেরে সঙ্গে-সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলকর্মী ও আধিকারিকেরা।

রেলের জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশী কিরণ আজমের-শিয়ালদহ ট্রেনের লাইনচ্যুত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের চারটি বগি বেলাইন হয়ে গিয়েছে। তবে কেউ হতাহত হননি। এই ঘটনায় এই লাইনে ট্রেন চলাচলও ব্যাহত হয়নি। সেকেন্ড লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। ট্রেনটি আজমের জংশনের কারশেডে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায় যোধপুর ডিভিশনের রাজকিয়াওয়াস-বোমাদ্রা শাখায় বান্দ্রা টার্মিনাস-যোধপুর সূর্যনগরী এক্সপ্রেস বেলাইন হয়ে গিয়েছিল। মোট ১১টি কোচ বেলাইন হয়ে গিয়েছিল।