Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Physical Harassment: নীলছবি দেখে নিজের বোনকেই ‘ধর্ষণ’ করল বছর উনিশের দাদা! তারপর আরও ঘৃণ্য ‘অপরাধ’…

Physical Harassment: শুধু ধর্ষণের অভিযোগই নয়, এরপর বোন এই কুকর্মের কথা বাড়িতে জানিয়ে দেবে, সেই ভয়ে বোনকে শ্বাসরোধ করে খুনও করে বলে অভিযোগ। হাড় হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কাসগঞ্জে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। বছর উনিশের ওই যুবক যে মোবাইলে নীল ছবি দেখছিল বলে অভিযোগ, সেই মোবাইলটিও উদ্ধার করেছে পুলিশ।

Physical Harassment: নীলছবি দেখে নিজের বোনকেই 'ধর্ষণ' করল বছর উনিশের দাদা! তারপর আরও ঘৃণ্য 'অপরাধ'...
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Feb 07, 2024 | 10:56 AM

কাসগঞ্জ: শনিবার রাতের কথা। নিজের ঘরে বসে মোবাইলে নীল ছবি দেখছিল যুবক। আর তারপরই গভীর রাতে বাড়ির মধ্যেই নিজের নাবালিকা বোনের উপর চালাল অকথ্য যৌন নির্যাতন। অভিযোগ তেমনই। শুধু ধর্ষণের অভিযোগই নয়, এরপর বোন এই কুকর্মের কথা বাড়িতে জানিয়ে দেবে, সেই ভয়ে বোনকে শ্বাসরোধ করে খুনও করে বলে অভিযোগ। হাড় হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কাসগঞ্জে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। বছর উনিশের ওই যুবক যে মোবাইলে নীল ছবি দেখছিল বলে অভিযোগ, সেই মোবাইলটিও উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি প্রথম জানাজানি হয় রবিবার। অভিযুক্ত যুবকের কাকা পুলিশের কাছে গোটা ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশও। অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করে দেয় পুলিশ। গা ঢাকা দিয়ে থাকলেও শেষ পর্যন্ত পুলিশের নাগাল থেকে বেরোতে পারেনি ওই যুবক।  দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর সোমবার সন্ধেয় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

এদিকে জানা যাচ্ছে গ্রেফতারির পর পুলিশের কাছে জেরার মুখে এই ঘৃণ্য অপরাধের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। শনিবার রাতে যে কুকীর্তি চালিয়েছিল, সেই বিষয়েও বিবরণ জানিয়েছে পুলিশকে। পুলিশ সূত্রে খবর, জেরার সময় অভিযুক্ত জানিয়েছে, এক বছর আগে তার বাবা মারা যান। এরপর থেকে গ্রামেই অন্য একটি বাড়িতে মা ও বোনের সঙ্গে থাকতে শুরু করেছিল সে। শনিবার তাদের মা বাড়িতে ছিলেন না। কাকার বাড়িতে গিয়েছিলেন প্রয়োজনে।

ঘটনার সময় ও দিন রাতে বাড়িতে কেবল দু’জনই ছিল। বোন ও দাদা। পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার  করেছে, সেই রাতে মোবাইলে নীল ছবি দেখেছিল সে এবং তারপর বোনকে ধর্ষণ করেছিল।