Police Constable: পুলিশের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার সোনা হাতানোর অভিযোগ, সাসপেন্ড দুই উর্দিধারী
Delhi Police: পুলিশ সূত্রে খবর, মাসকট ও দুবাই থেকে আসছিলেন দুই ভারতীয় ব্যবসায়ী। তাঁদের অভিযুক্ত পুলিশ কর্মীরা আটকান।
নয়া দিল্লি: দিল্লি পুলিশের (Delhi Police) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। দিল্লি বিমানবন্দরে তোলাবাজিতে নাম জড়াল দিল্লি পুলিশের দুই কনস্টেবলের। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই কর্মীকেই সাসপেন্ড করেছে দিল্লি পুলিশ। তাঁদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। গ্রেফতারও করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ধৃত দু’জনই ইন্দিরা গান্ধী বিমানবন্দরে কর্তব্যরত ছিলেন। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, মধ্যপ্রাচ্য থেকে আসা দুই ব্যবসায়ীর কাছ থেকে এক কেজি সোনা জোর করে হাতিয়ে নেন। সেই সোনার বাজার দর প্রায় ৫০ লক্ষ টাকা। অভিযোগ, রীতিমতো ভয় দেখিয়ে ওই সোনা নিয়ে যান দুই পুলিশ কর্মী। ওই ব্যবসায়ীরা মাসকট ও কাতার থেকে এসেছিলেন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমাবন্দর পুলিশ স্টেশনের স্পেশাল অপারেশন স্কোয়াডে কর্তব্যরত ছিলেন ধৃতেরা।
পুলিশ সূত্রে খবর, মাসকট ও দুবাই থেকে আসছিলেন দুই ভারতীয় ব্যবসায়ী। তাঁদের অভিযুক্ত পুলিশ কর্মীরা আটকান। তদন্তের নামে তাঁদের কাছ থেকে সোনা নিয়ে নেন বলে অভিযোগ। ওই সোনা তাঁরা ভিন দেশ থেকে এনেছিলেন। অভিযোগ, পুলিশ ওই সোনা দেশ থেকে অবৈধভাবে নিয়ে যাওয়ার অভিযোগ তোলে।
জানা গিয়েছে, মাসকট থেকে যিনি আসেন, তাঁর বাড়ি রাজস্থানে। গত ২৪ ডিসেম্বরে তিনি অভিযোগ দায়ের করেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ব্যবসায়ী পুলিশকে জানান, ২০ ডিসেম্বর রাতের ঘটনা। সেদিন রাতে দুই পুলিশ কর্মী তাঁকে একটি জঙ্গলে নিয়ে যান। ৬০০ গ্রাম সোনা তাঁর থেকে হাতিয়ে নেন। এমনকী তাঁরা ওই ব্যবসায়ীকে হেনস্থাও করেন বলে অভিযোগ। অন্যদিকে দুবাই ফেরত ব্যবসায়ীর বাড়ি তেলঙ্গানায়। তিনিও থানায় অভিযোগ জানান, একইদিনে ৪০০ গ্রাম সোনা তাঁর থেকে নিয়ে নেন দুই পুলিশ কর্মী। দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।