Amit Shah: ‘সংগঠন আছে বলে আপনারা মন্ত্রী পদে রয়েছেন’, বেজায় চটে গিয়ে হুঁশিয়ারি অমিত শাহের: সূত্র
loksabha election: বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজকের বৈঠকে যেসব মন্ত্রীরা রিপোর্ট জমা দিতে পারেননি তাদের ওপর চটে গিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
নয়া দিল্লি: ২০২৪ লোকসভা নির্বাচনের এখনও বাকি প্রায় দু’বছর, কিন্তু একটানা তৃতীয়বার দেশের ক্ষমতা ধরে রাখার লক্ষ্য নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে গোটা দেশে ১৪৪টি আসনে সামান্য ভোটের জন্য হেরে গিয়েছিল বিজেপি। বিজেপি সূত্রে জানা গিয়েছিল, ২০২৪ লোকসভা নির্বাচনে (2024 Loksabha Election) হেরে যাওয়া আসনগুলির বেশ কিছুতে জেতার জন্য কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দলের তরফে মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছিল, হেরে যাওয়া আসনগুলিতে জেতার রণকৌশল বাতলে একটি রিপোর্টে পেশ করতে। এমনকী কেন্দ্রীয় মন্ত্রীদের সংশ্লিষ্ট লোকসভা আসনগুলির সাংগঠনিক হাল-হকিকতও খতিয়ে দেখে বলা হয়েছিল।
সূত্রের খবর, গতকাল মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই বৈঠকে হেরে যাওয়া লোকসভা আসনগুলি নিয়ে মন্ত্রীদের রিপোর্টে পেশ করার কথা ছিল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র ৩২ জন মন্ত্রী গতকাল রিপোর্ট জমা দিতে পেরেছেন, আর তাতেই বেজায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিতের উপস্থিতিতে বৈঠকে যেসব মন্ত্রীরা রিপোর্ট জমা দিতে পারেননি তাদের ওপর চটে গিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের দাবি, রাজস্থান ও মধ্য প্রদেশের কেন্দ্রীয় মন্ত্রীরা রিপোর্ট দিতে পারেননি। সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকে অমিত শাহ তাদের জানিয়েছেন, সংগঠন আছে বলেই সরকার আছে এবং সরকার আছে বলেই আপনারা মন্ত্রী আছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের দ্রুত রিপোর্টে পেশের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, দল মনে করছে আগের লোকসভা নির্বাচনে জেতা বেশ কিছু আসনে এবার হেরে যেতে পারে বিজেপি, সেই কারণে আগের বারের হেরে যাওয়া আসনগুলির কয়েকটিতে যদি জেতা যায়, তবে ভারসাম্য বজায় থাকবে।