Jagan Mohan Reddy on Chandrababu: কেঁদে ফেলেছেন প্রাক্তন, কী বললেন বর্তমান মুখ্যমন্ত্রী?

Jagan Mohan Reddy on Chandrababu: গতকাল সাংবাদিকদের সামনে কেঁদে ফেলেছিলেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এরপর প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি।

Jagan Mohan Reddy on Chandrababu: কেঁদে ফেলেছেন প্রাক্তন, কী বললেন বর্তমান মুখ্যমন্ত্রী?
কেঁদে ফেলেছিলেন চন্দ্রবাবু
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2021 | 1:11 PM

অন্ধ্র প্রদেশ: অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গতকাল সাংবাদিকদের সামনে কেঁদে ফেলেছিলেন। তাঁর স্ত্রীকে সর্বসমক্ষে নিশানা করা হয়েছিলেন বলে দাবি করেছিলেন তিনি। শাসকদলের সঙ্গে বিতর্কের পরই বিধানসভা ছেড়ে বেরিয়ে যান তিনি। টিডিপি নেতার ওই অভিযোগের পর এবার মুখ খুললেন অন্ধ্র প্রদেশের মুখ্য়মন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। তিনি বলেন, ‘গোটা রাজ্য জানে যে চন্দ্রবাবু কতটা হতাশায় ভুগছেন।’

মুখ্য়মন্ত্রী জগন মোহন বলেন, ‘চন্দ্রবাবুরর নিজের কেন্দ্রতেই কুপ্পাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটে হেরে গিয়েছে তাঁর দল টিডিপি।’ তাঁর কথায়, চন্দ্রবাবু কী করছেন, কী বলছেন, কী ধরনের ব্যবহার করছেন, তা তিনি নিজেই জানেন না। জগন মোহনের দাবি, চন্দ্রবাবু নিজেই বিধানসভায় অপ্রয়োজনীয় কথা বলতে উস্কানি দিয়েছেন। আর তাতে যখন সবাই জবাব দিয়েছে, তখনই তিনি বিধানসভা ছেড়ে চলে গিয়েছেন।

গতকাল বিধানসভা ছেড়ে বেরিয়ে চন্দ্রবাবু বলেন, যেদিন মুখ্যমন্ত্রী হব, সেদিনই ঢুকব এই বিধানসভায়। কাঁদতে কাঁদতে শুক্রবার বিধানসভা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে শুক্রবার বিধানসভায় শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের নেতাদের  ব্যাপক বিতর্ক চলে। এরপরই বিধানসভা ছেড়ে বেরিয়ে সাংবাদিকদের সামনেই কেঁদে ফেলেন চন্দ্রবাবু নাইডু।

চন্দ্রবাবুর দাবি, বারবার তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছে শাসক দল। এমনকি তাঁর স্ত্রীর বিরুদ্ধেও আক্রমণ করা হয়েছে বলে জানান তিনি। ভরা বিধানসভায় আজ তাঁর স্ত্রী ভুবনেশ্বরীকেও নিশানা করা হয়েছে বার বার। চন্দ্রবাবুর কথায়, গত দু’বছরে বারবার তাঁকে আক্রমণ করা হচ্ছে, অপমানও করা হচ্ছে। কিন্তু তিনি চুপ করে থেকেছেন দিনের পর দিন। তাঁর স্ত্রী কোনও দিন রাজনীতিতে আসেননি। তাঁকেও নিশানা করা হয়েছে বলে আক্ষেপ করেন তিনি। চন্দ্রবাবু বলেন, আমি বরাবর গর্বের সঙ্গে বেঁচেছি। আর এ সব সহ্য করতে পারছি না।

শুক্রবার বিধানসভায় তাঁকে শাসক দল কিছুই বলতে দেয়নি বলেও দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, স্পিকার তাম্মিনেনি সীতারাম তাঁর মাইকও বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, ‘আমাকে কিছু বলতে দেওয়া হয়নি বলেই বেরিয়ে এসেছি।’ যদিও চন্দ্রবাবুর অভিযোগ গুরুত্ব দিচ্ছে না ওয়াইএসআর কংগ্রেস। জগনমোহন রেড্ডি আরও বলেছেন, ‘চন্দ্রবাবুই আমার তাঁর পরিবার সম্পর্কে মন্তব্য করেছেন। আমাদের তরফে ওঁর পরিবার নিয়ে একটাও কথা বলা হয়নি। বিধানসভার রেকর্ড দেখলেই তা বোঝা যাবে।’

আরও পড়ুন : Tiljala: বাইকের পিছনে বসা হাত বাঁধা দুই নাবালিকা, পুলিশ ধরতেই কান্না শুরু! চাঞ্চল্যকর ঘটনা খাস কলকাতায়