Arms Factory: বিহার-কলকাতা পুলিশের যৌথ অভিযানে হদিশ মিলল অস্ত্র তৈরির কারখানার
Arms Factory: উদ্ধার হয় বিপুল পরিমাণ সেমি ফিনিশ আগ্নেয়াস্ত্র। কারখানা থেকে উদ্ধার হয় অস্ত্র তৈরির সরঞ্জাম।
বিহার : কলকাতা এসটিএফ এবং বিহার এসটিএফের যৌথ অভিযানে মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। বিহারের দুই জায়গায় বেআইনি অস্ত্র তৈরির কারখানায় সোমবার হানা দেন পুলিশ আধিকারিকরা। বিহারের খাগারিয়া জেলার সোনবরসার এবং সমস্তিপুরের হাসানপুরের দুটি কারখানায় যৌথ অভিযান চালিয়েছিলেন গোয়েন্দারা। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ সেমি ফিনিশ আগ্নেয়াস্ত্র। কারখানা থেকে উদ্ধার হয় অস্ত্র তৈরির সরঞ্জাম। দুটি কারখানা থেকে গ্রেফতার হয়েছে ১০ জন।
জানা গিয়েছে, গোপন সূত্রের ওই সব কারখানার বিষয়ে তথ্য এসেছিল পুলিশের কাছে। এরপরি যৌথ অভিযান চালানো হয় বিহারে। অস্ত্রের সঙ্গে পাওয়া গিয়েছে লাঠে মেশিন, মাইলিং মেশিন, ড্রিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, যা দিয়ে অস্ত্র তৈরি করা হত। এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু কাঁচা মাল।
কিছুদিন আগেই বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এ রাজ্যের মালদহে। সেই ঘটনায় কুখ্যাত এক দুষ্কৃতীকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। নিজের বাড়িতেই সেই সব অস্ত্র তৈরির কারখানা ছিল তাঁর। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ছটি মাস্কেট। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতেই এই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানাতেই তৈরি করা হয়েছে মাস্কেটগুলি। বারবার এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।