Pema Khandu: ‘এটা ১৯৬২ নয় আর…’, ‘ইটে’র জবাব ‘লোহা’ দিয়ে দেওয়ার বার্তা অরুণাচলের মুখ্যমন্ত্রী

India-China Clash: রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে বিবৃতি রেখেছিলেন, সেই টুইটটিও শেয়ার করেন খাণ্ডু। তিনি লেখেন, "এটা ১৯৬২ সাল নয়। যদি কেউ অনুপ্রবেশের চেষ্টা করে, আমাদের বীর জওয়ানরা যোগ্য জবাব দেবে।"

Pema Khandu: 'এটা ১৯৬২ নয় আর...', 'ইটে'র জবাব 'লোহা' দিয়ে দেওয়ার বার্তা অরুণাচলের মুখ্যমন্ত্রী
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2022 | 8:10 AM

ইটানগর: সীমান্তে ফের শুরু হয়েছে লাল ফৌজের দাপাদাপি। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় জমিতে প্রবেশের চেষ্টা করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারতীয় সেনা বাহিনীও। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ধুন্ধুমার হয়। মঙ্গলবারই সীমান্তে চিনের এই আগ্রাসন নিয়ে সংসদে বিবৃতি পেশ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চিনের এই কার্যকলাপের সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এবার তাওয়াংয়ে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তিনি বললেন, “এটা ১৯৬২ সাল নয়। যদি কেউ অনুপ্রবেশের চেষ্টা করে, তাকে কড়া জবাব দেবে ভারতীয় সেনাবাহিনী।”

মঙ্গলবারই অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ নিয়ে মুখ খোলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তিনি বলেন, “বহিরাগত আগ্রাসনের কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। এটা ১৯৬২ সাল নয় আর। ইয়াৎসে আমার বিধানসভা অঞ্চলের মধ্যে। প্রত্যেক বছর আমি সেনা জওয়ান ও গ্রামবাসীদের সঙ্গে দেখা করি।”

রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে বিবৃতি রেখেছিলেন, সেই টুইটটিও শেয়ার করেন খাণ্ডু। তিনি লেখেন, “এটা ১৯৬২ সাল নয়। যদি কেউ অনুপ্রবেশের চেষ্টা করে, আমাদের বীর জওয়ানরা যোগ্য জবাব দেবে। আমাদের জওয়ানরা ইটের জবাব পাথর দিয়ে দেয় না, ইটের জবাব লোহা দিয়ে দেয়।”

উল্লেখ্য, গতকালই রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “ভারতীয় সেনা সাফল্যের সঙ্গে চিনা লালফৌজের আগ্রাসন আটকে দিয়েছে। অরুণাচলের সংঘর্ষে কোনও ভারতীয় সেনা আহত হননি”। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বলেন, “এক ইঞ্চিও জমি ছাড়া হয়নি। চিনকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। যতক্ষণ প্রধানমন্ত্রী মোদী রয়েছেন, ততক্ষণ কোনও জমি ছাড়া হবে না।”