Arvind Kejriwal: জামিন পেলেন কেজরীবাল, জেল থেকে ছাড়া পাবেন কি?

Arvind Kejriwal: বৃহস্পতিবার (২০ জুন), দিল্লির এক আদালতে অবকাশকালীন বিচারক, নিয়ম বিন্দু এই আদেশ দেন। দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন পাওয়ার জন্য এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে বলা হয়েছে। তবে, জামিন পেলেও এখনই ছাড়া পাওয়া হচ্ছে না কেজরীবালের।

Arvind Kejriwal: জামিন পেলেন কেজরীবাল, জেল থেকে ছাড়া পাবেন কি?
অবশেষে জামিন পেলেন কেজরীবালImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 20, 2024 | 9:18 PM

নয়া দিল্লি: দিল্লির আবগারি দুর্নীতির সঙ্গে যুক্ত তহবিল তছরুপের মামলায় মামলা জামিন পেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দুই দিন ধরে শুনানির পর, বৃহস্পতিবার (২০ জুন), দিল্লির এক আদালতে অবকাশকালীন বিচারক, ন্যায় বিন্দু এই আদেশ দেন। দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন পাওয়ার জন্য এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে বলা হয়েছে। তবে, জামিন পেলেও এখনই ছাড়া পাওয়া হচ্ছে না কেজরীবালের। কেজরীবালের জামিনের বন্ড গ্রহণ করার জন্য আদালতের কাছে ৪৮ ঘন্টা সময় চেয়েছে ইডি। তারা জানিয়েছে, তারা নিম্ন আদালতের দেওয়া আদেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবে। তার জন্য়ই সময় চাই। বিচারক অবশ্য সাফ জানিয়েছেন, জামিনের আদেশে স্থগিতাদেশ দেওয়া যাবে না।

আদালত আরও বলেছে, অরবিন্দ কেজরীবালের আইনজীবী আগামীকাল সংশ্লিষ্ট বিচারকের সামনে জামিনের জন্য আবেদন করতে পারবেন। দুই দিনের শুনানি চলাকালীন, আবগারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত আয়ের সাথে অরবিন্দ কেজরীবালের সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করে ইডি। একই সঙ্গে এই মামলার অন্যান্য অভিযুক্তর সঙ্গে তাঁর সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। ইডি জানায়, ২০২১ সালের ৭ নভেম্বর, গোয়ায় বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন, গ্র্যান্ড হায়াত হোটেলে থেকেছিলেন কেজরীবাল। যার বিল মিটিয়েছিলেন চ্যানপ্রীত সিং। গোয়ায় তিনিই আপের তহবিল দেখভাল করতেন, এই মামলায় তিনিও অভিযুক্ত। ইডি জানিয়েছে, দুই কিস্তিতে ওই হোটেলে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। চ্যানপ্রীত সিং তাঁর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই টাকা পরিশোধ করেছিলেন।

ইডি আরও দাবি করে, চ্যানপ্রীত বিভিন্ন ‘অঙ্গদিয়া’ থেকে ৪৫ কোটি টাকা পেয়েছিলেন। অঙ্গদিয়া সিস্টেম হল এক অনানুষ্ঠানিক আর্থিক নেটওয়ার্ক। সাধারণত, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অর্থ এবং গয়না ও হিরের মতো মূল্যবান জিনিসপত্র দ্রুত স্থানান্তরের জন্য এটি ব্যবহৃত হয়। মুম্বই এবং গুজরাটের গয়না ব্যবসায় এর বহুল প্রচলন আছে।

কেজরীবালের পক্ষের আইনজীবী অবশ্য দাবি করেন, সরকার পক্ষের হাতে এই মামলার সঙ্গে কেজরীবালকে যুক্ত করার মতো কোনও প্রমাণ নেই। প্রসঙ্গত, লোকসভা ভোটের মাত্র ৩ সপ্তাহ আগে, ২১ মার্চ গ্রেফতার করা হয়েছিল অরবিন্দ কেজরীবালকে। তবে, ১০ মে, লোকসভা নির্বাচনে প্রচারের জন্য আম আদমি পার্টির প্রধানকে, ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। জেল থেকে বেরিয়ে ভোটের প্রচার পর্বে কেজরীবাল বলেছিলেন, বিরোধী জোট ইন্ডিয়া যদি ক্ষমতায় আসে, তাহলে আর তাঁকে জেলে থাকতে হবে না। তবে তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরেছেন মোদীই। যদিও, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ইন্ডিয়া জোট না জিতলেও, এবার জেল থেকে মুক্তির পরিস্থিতি তৈরি হল কেজরীবালের জন্য।