Pro Tem Speaker: আটবারের কংগ্রেস সাংসদকে উপেক্ষা, প্রোটেম স্পিকার দলবদলু ভর্তৃহরি
Pro Tem Speaker: ঐতিহ্য অনুসারে, নয়া সংসদ শপথ গ্রহণের আগে সংসদের সবথেকে পুরোনো সদস্যকেই প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। তবে, এবার সেই ঐতিহ্য ভাঙল। কংগ্রেসের আটবারের সাংসদ কে সুরেশই প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। তবে, বৃহস্পতিবার (২০ জুন) তাঁকে উপেক্ষা করে, বিজেপির ওড়িশার সাংসদ ভর্তৃহরি মাহতাবকে প্রোটেম স্পিকার নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
নয়া দিল্লি: কোনও নিয়ম নেই। তবে ঐতিহ্য অনুসারে, নয়া সংসদ শপথ গ্রহণের আগে সংসদের সবথেকে পুরোনো সদস্যকেই প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। তবে, এবার সেই ঐতিহ্য ভাঙল। কংগ্রেসের আটবারের সাংসদ কে সুরেশই প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। তবে, বৃহস্পতিবার (২০ জুন) তাঁকে উপেক্ষা করে, বিজেপির ওড়িশার সাংসদ ভর্তৃহরি মাহতাবকে প্রোটেম স্পিকার নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই কথা এই ঘোষণা করেন। প্রোটেম স্পিকারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ লোকসভা নির্বাচনের পর লোকসভার প্রথম বৈঠকে তিনিইসভাপতিত্ব করেন। সেই বৈঠকেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হয়।
কে সুরেশকে উপেক্ষা করে ভর্তৃহরি মাহতাবকে প্রোটেম স্পিকার করা নিয়ে মোদী সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতারা। সোশ্যাল মিডিয়ায় মানিকম ঠাকুর লিখেছেন, “সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে প্রথম ভুল: সবথেকে পুরোনো সদস্য, কংগ্রেসের দলিত নেতা কোড়িকুন্নিল সুরেশের বদলে সাতবারের সাংসদ ভর্তৃহরি মাহতাবকে প্রোটেম স্পিকার হিসেবে বেছে নেওয়া হল। মন্ত্রীদের উদ্দেশ্য কী?”
কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, কেসি বেনুগোপাল বলেছেন, “সংসদীয় রীতিনীতি ধ্বংস করার আরেকটি প্রচেষ্টায় ভর্তৃহরি মাহতাবকে (সাতবারের সাংসদ) প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত করা হল। উপেক্ষা করা হল কে সুরেশকে, যিনি অষ্টমবার সংসদে প্রবেশ করতে চলেছেন। যথাযথভাবে নির্বাচিত হওয়ার আগে প্রবীণতম সাংসদ লোকসভার সভাপতিত্ব করেন। এটা একটা প্রশ্নাতীত নিয়ম। আমাদের দলের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে সমাজের প্রান্তিক শ্রেণীর নেতা কে সুরেশ অষ্টম মেয়াদে সাংসদ হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। কেন কে সুরেশকে উপেক্ষা করা হল, কী কারণে তাঁকে এই পদের জন্য অযোগ্য মনে করা হল? সরকারের উচিত তার ব্যাখ্যা দেওয়া। যোগ্যতা এবং জ্যেষ্ঠতার বাইরে, এই সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন কোনও গভীর বিষয় আছে কি?”
In yet another attempt at destroying parliamentary norms, Mr. Bhartruhari Mahtab (a 7-term MP) has been appointed the Pro-Tem Speaker, superseding Sh. @kodikunnilMP, who will be entering his 8th term.
It is an unquestioned norm that the senior most MP presides over the…
— K C Venugopal (@kcvenugopalmp) June 20, 2024
আগামী কয়েকদিন এই বিতর্ক চলতেই থাকবে। কিন্তু, কে সুরেশকে বাদ দিয়ে যাকে প্রোটেম স্পিকার করা হল সেই ভর্তৃহরি মাহতাব কে? ভোটের ঠিক আগে বিজু জনতা দল থেকে বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন ভর্তৃহরি মাহতাব। তিনি ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী, হরেকৃষ্ণ মাহতাবের ছেলে। এর আগে তিনি ছয়বার লোকসভায় পা রেখেছেন নবীন পট্টনায়কের দলের হয়ে। ১৯৯৮ সাল থেকে, কটক লোকসভা আসনে জয়ী হয়ে আসছেন তিনি। গত মার্চ মাসে, ৬৬ বছরের এই নেতা অভিযোগ করেছিলেন, বিজেডি দলের অভ্যন্তরে কোনও তৎপরতাই দেখা যাচ্ছে না। এরপরই দল থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এবারও কটক থেকেই জিতেছেন তিনি।