Indian Army: আর কিছুদিন, কাঁপুনি ধরবে গোটা বিশ্বের, 5G স্টেলথ যুদ্ধবিমান বানিয়ে ফেলছে আত্মনির্ভর ভারত

Indian Army: ডিআরডিও সূত্রে খবর, স্টেলথ যুদ্ধবিমান তৈরিতে প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তি নিয়েও কাজ চালাচ্ছেন বিজ্ঞানীরা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন,স্টেলথ যুদ্ধবিমান তৈরিতে অন্তত ১৬টি এমন জিনিসপত্র প্রয়োজন, যা আগে কখনও ভারতে তৈরি হয়নি।

Indian Army: আর কিছুদিন, কাঁপুনি ধরবে গোটা বিশ্বের, 5G স্টেলথ যুদ্ধবিমান বানিয়ে ফেলছে আত্মনির্ভর ভারত
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jun 20, 2024 | 10:43 PM

কলকাতা: নিজস্ব ফিফথ জেনারেশন স্টেলথ যুদ্ধবিমান তৈরির পথে প্রথম ধাপটা পেরিয়ে গেল ভারত। অন্য কোনও দেশের সঙ্গে যৌথভাবে নয়, ১০০ শতাংশ ভারতীয় প্রযুক্তিতে ভারতেই তৈরি হবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। কয়েক মাস আগে সিদ্ধান্ত নিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। ২০২৪-র মার্চে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা প্রাথমিক বরাদ্দ করে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের হাতে আসবে দেশীয় প্রযুক্তির প্রথম স্টেলথ যুদ্ধবিমান। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটকেই স্টেলথ যুদ্ধবিমান হিসাবে তৈরি করার রূপরেখা চূড়ান্ত করে ফেলেছেন ডিআরডিও সহ প্রতিরক্ষা সংস্থাগুলির বিজ্ঞানীরা। 

তাঁরা জানাচ্ছেন, স্টেলথের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরিতে মূলত পাঁচটা ধাপ পেরোতে হয়। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপই সবচেয়ে কঠিন। প্রথম ধাপে একটিই বিষয় স্পষ্ট করতে হয়। ঠিক কী ক্যাটেগরির বিমানকে, কীভাবে স্টেলথ যুদ্ধবিমানে পরিণত করা হবে সেটা চূড়ান্ত করে ফেলেছে ভারত। দ্বিতীয় ধাপটা মূলত টেকনিক্যাল। এখানে মূলত তিনটি বিষয় নিশ্চিত করতে হয়। এক, বিমানের ফিজিক্যাল ও টেকনিক্যাল ডিজাইন। বিমানে স্টেলথ প্রযুক্তি কীভাবে কাজ করবে? এই ডিজাইনেই তা ফুটিয়ে তোলা হয়। দুই, বিমানে কী, কী অস্ত্রশস্ত্র, মিসাইল বসানো যাবে ও সেগুলো কীভাবে কাজ করবে  তাঁর একটা আভাস ডিজাইনে থাকতে হয়। আর তিন, বিমানের শক্তি ও সীমাবদ্ধতার বিভিন্ন দিক স্পষ্ট করে তুলে ধরতে হয়। 

ডিআরডিও সূত্রে খবর, স্টেলথ যুদ্ধবিমান তৈরিতে প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তি নিয়েও কাজ চালাচ্ছেন বিজ্ঞানীরা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন,স্টেলথ যুদ্ধবিমান তৈরিতে অন্তত ১৬টি এমন জিনিসপত্র প্রয়োজন, যা আগে কখনও ভারতে তৈরি হয়নি। সেগুলো ভারতেই তৈরি করতে হবে। এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে ডিআরডিও। এর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস স্টেলথ বক্স। স্টেলথ যুদ্ধবিমানের অস্ত্রসম্ভার বিশেষ প্রযুক্তিতে সুরক্ষিত রাখা হয় এই স্টেলথ বক্সে। এমন আরও অনেকগুলো চ্যালেঞ্জ পেরোলে তবেই লক্ষ্যপূরণ সম্ভব। তা হলেই হাতে আসবে ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান।