কংগ্রেসের এই দাবির পাল্টা জবাব দেয় বিজেপিও। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ধারে-কাছেও নেই রাহুল গান্ধী, তা প্রমাণে স্ক্রিনশটও দেওয়া হয়। বিজেপির দাবি, গত এক মাসে এক্স প্ল্যাটফর্মে (টুইটার) প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ৭৯.৯ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে। সেখানেই রাহুল গান্ধীর অ্যাকাউন্ট ২৩.৪৩ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে।
ফেসবুকে প্রধানমন্ত্রী মোদীর অ্য়াকাউন্টে গত এক মাসে ৫৭.৮৯ লক্ষ মানুষ ঢুঁ মেরেছেন, সেই তুলনায় রাহুল গান্ধীর প্রোফাইলে দর্শকের আনাগোনা আনুমানিক ২৮.৩৮ লক্ষ। গত এক বছরের পরিসংখ্যানের হিসাবেও রাহুলের থেকে ঢের গুণ বেশি এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। যেখানে তাঁর অ্যাকাউন্টে ৩.২৫ কোটিরও বেশি মানুষ ঘুরে দেখেছেন, পোস্টে লাইক-কমেন্ট করেছেন, সেখানে রাহুল গান্ধীর অ্যাকাউন্টে গত এক বছরে এনগেজমেন্ট ছিল ১.৮৮ কোটি।
ইউটিউবেও রাহুলের থেকে শত হাত এগিয়ে নমো। বিগত এক মাসে যেখানে প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলের দর্শকসংখ্যা ২৫.৪৬ কোটি ছিল, সেখানে রাহুল গান্ধীর অ্য়াকাউন্টে ৪.৮২ কোটি ‘ভিউ’ বা দেখা হয়েছে।