Sharad Pawar-Ajit Pawar: চুপিচুপি ভাইপোর সঙ্গে সাক্ষাৎ কাকা শরদের, মহা-রাজনীতিতে আবার পালাবদল?

NCP Vs NCP: অজিত বা শরদ পওয়ারের বাড়িতে নয়, বরং পুণেয় ব্যবসায়ী অতুল চৌরদিয়ার বাংলোয় এই সাক্ষাৎ হয়। প্রায় এক ঘণ্টা কথা বলেন কাকা-ভাইপো।

Sharad Pawar-Ajit Pawar: চুপিচুপি ভাইপোর সঙ্গে সাক্ষাৎ কাকা শরদের, মহা-রাজনীতিতে আবার পালাবদল?
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 6:09 AM

মুম্বই: রাজনৈতিক পথ আলাদা হয়েছে, কিন্তু রক্তের সম্পর্ক কি ভাঙতে পারে? সম্পর্কের টানেই চুপিচুপি ভাইপো অজিতের (Ajit Pawar) সঙ্গে দেখা করতে গেলেন কাকা শরদ পওয়ার (Sharad Pawar)। আর তারপরই শুরু হল কাকা-ভাইপোর সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা। শনিবার ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি(Nationalist Congress Party)-র প্রতিষ্ঠাতা তথা প্রধান শরদ পওয়ার পুণেয় চুপিচুপি ভাইপো অজিত পওয়ারের সঙ্গে দেখা করেন। বিজেপি-শিবসেনা জোটে সামিল হওয়ার পরও ফের কাকা শরদ পওয়ারের সঙ্গে সাক্ষাৎ ঘিরেই তুমুল জল্পনা।

জানা গিয়েছে, অজিত বা শরদ পওয়ারের বাড়িতে নয়, বরং পুণেয় ব্যবসায়ী অতুল চৌরদিয়ার বাংলোয় এই সাক্ষাৎ হয়। প্রায় এক ঘণ্টা কথা বলেন কাকা-ভাইপো। সংবাদমাধ্যমের প্রশ্ন এড়াতে শরদ পওয়ার বেরিয়ে যাওয়ার প্রায় এক ঘণ্টা বাদে বাংলো থেকে বের হন অজিত পওয়ার।

এদিকে, এই সাক্ষাতের খবর জানাজানি হতেই তুমুল জল্পনা শুরু হয়। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা অমল মিতকারি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “এটা দুই নেতার পারিবারিক সাক্ষাৎ-ও হতে পারে। আমাদের এই বিষয়ে জানা নেই।”

প্রসঙ্গত, গত জুলাই মাসেই হঠাৎ কাকা শরদ পওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন অজিত পওয়ার। রাতারাতি তিনি বিধায়কদের নিয়ে বিজেপি-শিবসেনা শাসিত মহারাষ্ট্র সরকারে যোগ দেন এবং উপমুখ্যমন্ত্রী হয়ে যান। তাঁর সঙ্গে মন্ত্রীপদে শপথ নেন আরও ৮জন এনসিপি নেতা।

একদিকে যেমন অজিত পওয়ার নির্বাচন কমিশনের কাছে এনসিপির নাম ও প্রতীকের উপরে অধিকার দাবি করেছেন, তিনিই আবার একাধিকবার বলেছেন যে শরদ পওয়ারই তাঁদের দলের নেতা। ফলে অজিত পওয়ারের শিবিরের আসল অবস্থান নিয়ে বরাবরই ধোঁয়াশা রয়ে গিয়েছে। সম্প্রতিই অজিত পওয়ার সহ বেশ কয়েকজন বিদ্রোহী নেতা শরদ পওয়ারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এবার ভাইপোর সঙ্গে একান্তে দেখা করলেন শরদ পওয়ারও। তবে কি এনসিপির ফাটল জোড়া লাগা এখন সময়ের অপেক্ষা?