Internet services: মোবাইল ইন্টারনেট চালু করার ব্যাপারে রাজ্যকে পদক্ষেপ করার নির্দেশ মণিপুর হাইকোর্টের
Manipur High Court: মোবাইল নম্বরগুলি পর্যায়ক্রমে সাদা তালিকাভুক্ত করে মোবাইল ইন্টারনেট চালু করা যেতে পারে কিনা সেই বিষয়টি স্বরাষ্ট্র দফতরের খতিয়ে দেখা উচিত।
ইম্ফল: বিগত তিনমাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর (Manipur)। যার জেরে এখনও মণিপুরে মোবাইল ইন্টারনেট (Mobile Internet) পরিষেবা বন্ধ। ফলে চরম সমস্যায় পড়েছেন রাজ্যবাসী। তাই এবার মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে রাজ্য সরকারকে পদক্ষেপ করার নির্দেশ দিল মণিপুর হাইকোর্ট (Manipur High Court)। শনিবার বিচারপতি আহান্থেম বিমল সিং এবং বিচারপতি এ. গুণেশ্বর শর্মা ডিভিশন বেঞ্চ মোবাইল ইন্টারনেট চালু করার বিষয়ে রাজ্য সরকারের কাছে একটি বিস্তারিত রিপোর্টও চেয়েছে। বিভিন্ন মামলায় অভিযুক্তদের মোবাইল নম্বরগুলি পর্যায়ক্রমে সাদা তালিকাভুক্ত করে ইন্টারনেট চালু করা যেতে পারে কিনা, সে বিষয়টিও দেখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গত ৩ মে থেকে মণিপুরে কেকি ও মেইতি জনজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারপর থেকেই অশান্তি এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। যদিও অশান্তি এড়ানো যায়নি। কিন্তু, এখনও রাজ্যে বন্ধ ইন্টারনেট পরিষেবা। তাই ইন্টারনেট পরিষেবা চালু করার আবেদন জানিয়ে ইতিমধ্যে মণিপুর হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই এদিন বিচারপতি আহান্থেম বিমল সিং এবং বিচারপতি এ. গুণেশ্বর শর্মা ডিভিশন বেঞ্চ মোবাইল ইন্টারনেট চালু করার ব্যাপারে রাজ্য সরকারকে পদক্ষেপ করার নির্দেশ দেয়। আদালতের তরফে আরও জানানো হয়, রাজ্যে ইন্টারনেট চালু করার বিষয়ে স্বরাষ্ট্র দফতরের উদ্যোগী হওয়া উচিত। মোবাইল নম্বরগুলি পর্যায়ক্রমে সাদা তালিকাভুক্ত করে মোবাইল ইন্টারনেট চালু করা যেতে পারে কিনা সেই বিষয়টি স্বরাষ্ট্র দফতরের খতিয়ে দেখা উচিত। এই মামলার পরবর্তী শুনানি, আগামী ৩১ অগস্ট এই বিষয়ে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মণিপুর হাইকোর্ট।
প্রসঙ্গত, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়েছে এবং তার মাধ্যমে অনেকেই ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন। তবে সেই অংশের পরিমাণ খুবই কম।