‘অত্যন্ত গর্বের…’, গুরুগ্রামে VVDN-এর প্রোডাকশন লাইনের উদ্বোধন করলেন অশ্বিনী বৈষ্ণব
Ashwini Vaishnaw: মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ভিভিডিএন টেকনোলজিস-টেলিট টেলিকমিউনিকেশনের সহযোগিতায় এই অত্যাধুনিক উৎপাদন মডিউল তৈরি করা হয়েছে। এর ফলে, ভারতের টেলিকম সেক্টর আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন ভিভিডিএন-এর অংশিদার সংস্থা টেলিটের সিইও পাওলো ডাল পিনো।
অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই উৎপাদন লাইনের উদ্বোধন ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেশের টেলিকম সেক্টরকে উন্নত করতে সচেষ্ট মোদী সরকার। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ৪জি এবং ৫জি সংযোগ মডিউল উত্পাদন লাইনের উদ্বোধন করা হল। তিনি আরও জানান, বর্তমানে বিশ্বের ৫জি নেটওয়ার্কগুলির সেরা তিন ইকোসিস্টেমের অন্যতম হল ভারত। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, টেলিকম খাতে প্রায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। অন্যদিকে, আয় হয়েছে ৩৪০০ কোটি টাকা। অদূর ভবিষ্যতেই ভারতের টেলিকম সেক্টরে বিনিয়োগ চার হাজার কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। তিনি আরও জানান, টেলিকম খাতে ১৭,০০০-এর বেশি কর্মসংস্থান হয়েছে।
ভারত শীঘ্রই টেলিকম জগতে নকশা তৈরি, উদ্ভাবন এবং উত্পাদনকারী দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, ৯ বছর আগে ভারতে নেতৃত্বের পরিবর্তনের ফলেই টেলিকম সেক্টরে এই পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট। অশ্বিনী বৈষ্ণব বলেন, “কয়েক বছর আগেও এটা ভাবাই যেত না। নরেন্দ্র মোদীর দূরদৃষ্টির কারণেই ভারত টেলিকম সেক্টরের এক প্রধান নকশাকারী, উৎপাদনকারী এবং রফতানিকারী হয়ে উঠেছে। আগে আমাদের মধ্যে টেলিকমের যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টির ফলে, ২০২২-এর অক্টোবরে ভারতে ৫জি নেটওয়ার্ক চালু হয়েছিল। গত কয়েক মাসের এর পরিসর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন ভারতের টেলিকম সেক্টর অত্যন্ত সমৃদ্ধ। ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম ৫জি নেটওয়ার্ক ইকোসিস্টেমের দেশ।”