জনধন-উজ্জ্বলা কি ধনীদের জন্য? চিদম্বরমকে কড়া জবাব বিজেপি সাংসদের
আপনাদের নেতা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, কটাক্ষ অশ্বিনী বৈষ্ণবের
নয়াদিল্লি: বাজেট নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে সংসদে। মোদী সরকারের এবারের বাজেট ধনীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে, এমনটাই কটাক্ষ করেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। শুক্রবার সংসদে তাঁকে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ অশ্বিনী বৈষ্ণব।
এদিন বক্তব্যের শুরুতেই তিনি সরাসরি বলেন, “মোদী সরকার যে সব মানুষের কথা ভেবেছে, তা ৬০-৭০ বছরে কেউ ভাবেনি।” চিদম্বরম-সহ বিরোধী দলের অনেক নেতাই বলেছেন, এই বাজেট ধনীদের কথা ভেবেই তৈরি করা হয়েছে। চিদম্বরমকে জবাব দিয়ে তিনি বলেন, “মহাশয়, বোধহয় আপনাদের নিজেদের শাসনকালের কথা মনে পড়ে যাচ্ছিল। আমাদের আমলে তো এমনটা হয়নি।”
মোদী সরকার যে গরিব মানুষের কথা চিন্তা করছেন, তার ভুরি ভুরি উদাহরণ তুলে ধরেছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “৪৫ কোটি জনধন অ্যাকাউন্ট কি ধনীদের জন্য? উজ্জ্বলা যোজনার ৮ কোটি গ্যাস কি ধনীদের জন্য? ১০ কোটি শৌচালয় যেভাবে মা-বোনেদের সম্মান বাঁচিয়েছে তা গরিবদের নাকি ধনীদের? আপনাদের এই প্রশ্নের জবাব দিতে হবে।” ‘আয়ুষ্মান ভারত’, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, এইসব যোজনায় কি বিদেশের বিনিয়োগ এসেছে? দেশ কি বিক্রি হয়ে গিয়েছে?
আরও পড়ুন: ‘পরীক্ষা আছে, বনধ তুলে নাও’, বোনের কান্না শুনলই না দাদারা
কিষাণ সম্মান বিধির কথা উল্লেখ করেন সাংসদ। ২০ লক্ষ সোলার পাম্প সহ কৃষকদের আত্মনির্ভর করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই হিসেবও দেন। ‘এক দেশ, এক রেশন কার্ড’-এর কথা বলে সাংসদের দাবি, শ্রমিকরা এখন যেখানেই যান তাঁদের রেশনের সুবিধা মেলে। এত যোজনা থাকা সত্ত্বেও মোদী সরকারকে এভাবে আক্রমণ করায় কংগ্রেস নেতাদের ‘সংস্কার’ আর স্বভাবকে দায়ী করেন ওড়িশার এই সাংসদ।
কংগ্রেসকে আক্রমণ করে সাংসদের সাফ জবাব, “আপনাদের নেতা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন, আর আমাদের নেতা লড়াই করে উঠে এসেছে। আপনাদের নেতা ‘ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছিলেন, আর আমাদের নেতারা কোথায় জন্মেছেন সেটা আপনাদের ‘ডিসকভার’ করতে হবে।” বিজেপি যে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা নেতাদের নিয়ে তৈরি, সেকথা উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, কংগ্রেস সরকার ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ মেনে চলত আর মোদী সরকারের মন্ত্র ‘সবকা সাথ, সবকা বিকাশ।’
বৃহস্পতিবার সংসদে বাজেট নিয়ে সরব হয়েছিলেন চিদম্বরম। তিনি বলেছিলেন, এই বাজেট ‘ধনীদের দ্বারা, ধনীদের জন্য’। রাজ্যসভায় তিনি দাবি করেন, সরকার এখন বুঝতে পারছে না। কিন্তু গরিবদের কথা এখন না ভাবলে একটা সময় তারা জেগে উঠবেই, সেদিন সরকার বুঝতে পারবে যে তাদের কী করা উচিৎ ছিল।