Himant Biswa Sarma: রাম মন্দির প্রতিষ্ঠার দিন রাহুল গান্ধীর ‘ন্যায় যাত্রা’ নিয়ে ‘আশঙ্কিত’ হিমন্ত বিশ্বশর্মা
Bharat Jodo Nyay Yatra: সোমবার অসমের মরিগাঁও, জাগিরোজ এবং নেলি এলাকার উপর দিয়ে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' যাওয়ার কথা রয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠার দিন এই রুট দিয়ে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন হিমন্ত বিশ্বশর্মা। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় রাহুল গান্ধীর ভাতাদ্রাভা গিয়ে সেখানে প্রার্থনা করার বিষয়টি 'অপ্রয়োজনীয় প্রতিযোগিতা' বলেও উল্লেখ করেছেন অসমের মুখ্যমন্ত্রী।
গুয়াহাটি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন, সোমবার সেই সময়েই অসমের আইকন শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান ভাতাদ্রাভা সাতরায় যাবেন রাহুল গান্ধী। এমনই সূচি নির্ধারিত রয়েছে রাহুল গান্ধীর। কিন্তু, ‘এটা অসমের জন্য ভাল হবে না’ বলে মনে করেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাই রাহুল গান্ধীর এই পূর্ব নির্ধারিত সূচি বদল করার আবেদন জানালেন অসমের মুখ্যমন্ত্রী।
রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে রবিবার গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধীকে ভারত জোড়ো ন্যায় যাত্রার রুট বদল করার আবেদন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, “সোমবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় রাহুল গান্ধীকে ভাতাদ্রাভা না যাওয়ার জন্য রাহুল গান্ধীকে অনুরোধ জানাচ্ছি আমরা। এটা অসমের জন্য ভাল হবে না।” রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় রাহুল গান্ধীর ভাতাদ্রাভা গিয়ে সেখানে প্রার্থনা করার বিষয়টি ‘অপ্রয়োজনীয় প্রতিযোগিতা’ বলেও উল্লেখ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “রাম মন্দির ও ভাতাদ্রাভা সাতরার মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি না করার জন্য আমি রাহুল গান্ধীর কাছে আবেদন জানাচ্ছি। কারণ টিভি চ্যানেলগুলিতে একদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখানো হবে এবং অন্যদিকে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান দেখাবে। এটা অসমের জন্য ঠিক হবে না।” আর রাহুল গান্ধী যদি ভাতাদ্রাভা যান তাহলে সকালের দিকে অথবা দুপুর ২টোর পর যেতে পারেন বলেও জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা।
সোমবার অসমের মরিগাঁও, জাগিরোজ এবং নেলি এলাকার উপর দিয়ে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ যাওয়ার কথা রয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠার দিন এই রুট দিয়ে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর মতে, এই এলাকাগুলি ‘সংবেদনশীল এবং সংখ্যালঘু অধ্যুষিত’। এই এলাকাগুলি এড়িয়ে যাওয়া যেত। তবে রাহুল গান্ধীর যাত্রার নিরাপত্তা দিতে এবং আইন-শৃঙ্খলার যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেজন্য এই ‘সংবেদনশীল রুটে’ কমান্ডো মোতায়েন করা হবে বলেও অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
প্রসঙ্গত, শনিবার রাত অরুণাচল প্রদেশে কাটানোর পর রবিবার অসমের উপর দিয়ে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু হয়েছে। অসমে যাত্রার দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার ওই রাজ্যের বিশিষ্ট সমাজ ও ধর্ম সংস্কারক, কবি তথা অসমিয়াদের আইকন শঙ্করদেবের জন্মস্থান ভাতাদ্রাভা সাতরা পরিদর্শনে যাবেন রাহুল গান্ধী।